Couple caught having an affair with each other in social media, filed divorce case dgtl
Bizarre
সমাজমাধ্যমে গাঢ় প্রেম, দেখা হতেই মাথায় হাত! ভুয়ো নামে সম্পর্কে দম্পতি, জানতে পেরেই বিবাহবিচ্ছেদ
প্রকৃত ঘটনা জানার পরেই বিবাহবিচ্ছেদের মামলা করলেন দম্পতি। এমন ঘটনা বইয়ের পাতায়, সিনেমায় দেখা যায়। তবে বাস্তবেও যে এমন কিছু ঘটতে পারে, তা ভাবা দুরূহ।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১৮:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
এ যেন পুরো বলিউডের সিনেমা। দু’জন দু’জনের প্রেমে পড়লেন। বিয়েও করলেন। কিন্তু বিয়ের পর থেকেই শুরু অশান্তির।
০২১১
কিছুতেই মানিয়ে উঠতে পারছেন না একে অপরের সঙ্গে। অগত্যা একটু শ্বাস নিতে ভুয়ো পরিচয়ে অ্যাকাউন্ট খুললেন সমাজমাধ্যমে। আর সেখান থেকেই গল্পে আসে নতুন মোড়।
০৩১১
দু’জনেই ভুয়ো নামে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু ঘটনাচক্রে একে-অপরের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
০৪১১
আর প্রকৃত ঘটনা জানার পরেই বিবাহবিচ্ছেদের মামলা করলেন দম্পতি। এমন ঘটনা বইয়ের পাতায়, সিনেমায় দেখা গেলেও যেতে পারে। তবে বাস্তবেও যে এমন কিছু ঘটতে পারে, তা কল্পনা করা শক্ত।
০৫১১
দাম্পত্য সম্পর্কে অখুশি ছিলেন দু’জনেই। ভালবেসে বিয়ে করলেও একাকিত্বে ভুগছিলেন তাঁরা। সেই একাকিত্ব থেকে বাঁচতেই ছদ্মনামে নতুন করে একটি অ্যাকাউন্ট খোলেন দু’জনেই।
০৬১১
অন্য নাম, ছবি থাকায় কারও পক্ষেই একে-অপরকে চিনে ওঠা সম্ভব ছিল না। তাই অজান্তেই সমাজমাধ্যমে বন্ধু হয়ে ওঠেন তাঁরা।
০৭১১
শুরু হয় কথাবার্তা। প্রথমে টুকটাক মামুলি আলাপচারিতা হলেও, দিন যত এগোতে থাকে, দু’জনের সম্পর্ক গাঢ় হতে শুরু করে।
০৮১১
নিজেদের পছন্দ-অপছন্দ থেকে সঙ্গীর প্রতি ক্ষোভ, তিক্ততা— সব কিছু পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে থাকেন।
০৯১১
বিয়ে করে যে ভুল করেছেন, সেটাও কথায় কথায় স্বীকার করেন দু’জনে। মাসখানেক কথা বলার পর দু’পক্ষেরই মনে হয়, তাঁরা তাঁদের আদর্শ সঙ্গীকে খুঁজে পেয়েছেন।
১০১১
এর পর তাঁরা দেখা করার পরিকল্পনা করেন। আর দেখা করতে গিয়েই গোটা বিষয় জানাজানি হয়ে যায়।
১১১১
তার পরে অবশ্য কেউ কাউকে দোষারোপ করেননি। বিবাহিত সম্পর্কে যে তাঁরা কেউ ভাল নেই, সেটা বুঝতে পারেন দু’জনে। আর তাই বিচ্ছেদের সিদ্ধান্ত।