Celebrations in Kalighat for Victory of TMC in West Bengal dgtl
West Bengal Election Results 2024
তৃণমূলের বিজয়োৎসবে সবুজ কালীঘাটের রাস্তা, মমতার ছবি নিয়ে পথে কর্মীরা, উল্লাস
বাংলার ভোটের ফল উল্টে দিয়েছে অধিকাংশ বুথফেরত সমীক্ষার হিসাব। তাই কালীঘাটে উৎসবের ঝাঁজ আরও বেশি। সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ১৭:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
১ জুন, ২০২৪। ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৭টা। একে একে প্রকাশিত হতে শুরু করেছে বুথফেরত সমীক্ষার ফলাফল। বাংলার রাজনীতিতে তখন উথালপাথাল ঢেউ।
০২১৬
বুথফেরত সমীক্ষা বাংলায় বিজেপির সঙ্গে তৃণমূলের টান টান লড়াই দেখিয়েছিল। বেশির ভাগ সমীক্ষায় তৃণমূলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি। প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে কি অন্য একাধিক রাজ্যের মতো বাংলাতেও উঠবে পদ্মের ঝড়?
০৩১৬
৪ তারিখের ফলাফল সব হিসাব উল্টে দিয়েছে। নির্বাচন কমিশনের বিকেল ৫টা পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে বাংলায় তৃণমূলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। ৪২টির মধ্যে তারা এগিয়ে ২৯টি কেন্দ্রে।
০৪১৬
কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি বিকেল ৫টা পর্যন্ত এগিয়ে রাজ্যের ১২টি কেন্দ্রে। একটি মাত্র আসনে এগিয়ে কংগ্রেস, তা মালদহ দক্ষিণ। ইশা খান চৌধুরী সেখানে জয়ের পথে।
০৫১৬
এই ১৩টি কেন্দ্র ছাড়া সর্বত্র তৃণমূল এগিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জুটিতেই আস্থা রেখেছেন বাংলার মানুষ।
০৬১৬
বিকেলের দিকে, রাজ্যের অধিকাংশ কেন্দ্রে যখন জয়ের প্রবণতা স্পষ্ট, তত ক্ষণে কালীঘাটে শুরু হয়ে গিয়েছে বিজয়োৎসব। উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল সমর্থকেরা।
শুধু বাংলায় তৃণমূল নয়, সারা দেশেই বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের ফল মোটের উপর ভাল। ওই জোটের শরিক মমতাও।
১৬১৬
‘ইন্ডিয়া’-র প্রার্থীদের জয় তৃণমূলের জন্য সুখবর। কারণ, মমতা এই জোট গঠনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। জোটের নামকরণও করেছিলেন তিনি। তাই ‘ইন্ডিয়া’র সাফল্যও পালন করছে তৃণমূল।