Interest rate on fixed deposit scheme in nationalised bank dgtl
Interest rate
ফিক্সড ডিপোজিটে বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার দেখে নিন
দেশের বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার জেনে নিন
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১০:৫৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ফিক্সড ডিপোজিটে (স্থায়ী আমানত) গড়ে ০.০৫-০.১০ শতাংশ সুদের হার বাড়িয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ১ অগস্ট থেকে যা কার্যকর। দেশের অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্থায়ী আমানতে বছরে সুদের হার কত, জেনে নেওয়া যাক।
০২১১
সিনিয়র সিটিজেনদের ০.৫ শতাংশ বেশি সুদ দেওয়া হয়। সুদের হার বাড়লে, সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিটে সেই মতো বেশি সুদ পাবেন।
০৩১১
এলাহাবাদ ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে এক বছর থেকে ২ বছরের মধ্যের মেয়াদে সুদের হার ৬.৬০ শতাংশ।
০৪১১
অন্ধ্র ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে এক বছর থেকে ২ বছর মেয়াদে সুদের হার ৬.৬০-৭.১০ শতাংশ।
০৫১১
ব্যাঙ্ক অব বরোদা: স্থায়ী আমানতে এক বছর এক মাস ছ’দিন থেকে ১০ বছর পর্যন্ত সুদের হার ৬.২৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ।
০৬১১
ব্যাঙ্ক অব মহারাষ্ট্র: স্থায়ী আমানতে এক বছর থেকে দু’ বছরে সুদের হার ৬.৫০ থেকে ৭.০০ শতাংশ।
০৭১১
ব্যাঙ্ক অব ইন্ডিয়া: স্থায়ী আমানতে এক বছর থেকে এক বছর ৩৬৪ দিন পর্যন্ত ৬.৬০-৭.১০ শতাংশ।
০৮১১
কানাড়া ব্যাঙ্ক: স্থায়ী আমানতে এক বছর থেকে দু’ বছরে সুদের হার ৬.৫০ থেকে ৭.০০ শতাংশ।
০৯১১
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া: স্থায়ী আমানতে এক বছর থেকে দু’ বছরে সুদের হার ৬.৬০ শতাংশ।
১০১১
কর্পোরেশন ব্যাঙ্ক: স্থায়ী আমানতে এক বছরে সুদের হার ৬.৬০ শতাংশ।
১১১১
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: স্থায়ী আমানতে এক বছর থেকে দু’ বছরে সুদের হার ৬.৫০ থেকে ৭.০০ শতাংশ।