হোয়াট্সঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে প্রতিযোগিতা কমিশন (সিসিআই)-এর অভিযোগ এবং জরিমানার সঙ্গে সহমত নয় তারা। সিসিআইয়ের তরফে ২১৩.১৪ কোটি টাকার জরিমানা করার পর এমনটাই দাবি করল মেসেজিং অ্যাপ হোয়াট্সঅ্যাপের মূল সংস্থা মেটা। হোয়াট্সঅ্যাপ গোপনীয়তা নীতি বদলের মাধ্যমে প্রতিযোগিতার নিয়ম ভাঙছে, এই অভিযোগে মার্ক জ়াকারবার্গের সংস্থার বিরুদ্ধে ২১৩.১৪ কোটি টাকার জরিমানা করে প্রতিযোগিতা কমিশন। সিসিআইয়ের সেই অভিযোগ এবং জরিমানা ভিত্তিহীন বলে মেটার তরফে দাবি করা হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আবেদন করার কথাও জানিয়েছে তারা।
২০২১ সালে গোপনীয়তা নীতি বদল করে হোয়াট্সঅ্যাপ। সেই সংক্রান্ত তদন্তের পর সিসিআইয়ের অভিযোগ,হোয়াট্সঅ্যাপের গোপনীয়তা নীতি বদল করার পর বিজ্ঞাপনের উদ্দেশ্যে মেটা-মালিকানাধীন অন্য অ্যাপ্লিকেশনগুলির সঙ্গে ব্যবহারকারীর তথ্য ভাগ করে নেওয়া হচ্ছিল। প্রতিযোগিতা কমাতেই এমনটা করা হচ্ছিল বলেও সিসিআইয়ের পর্যবেক্ষণ। এর পরেই মেটার উপর ২১৩ কোটির জরিমানার বোঝা চাপায় তারা। একই সঙ্গে গ্রাহকের তথ্য সংগ্রহ ও সেগুলি ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো মেটার শাখার সঙ্গে ভাগ করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, নিয়ম ভাঙে এমন কার্যকলাপ থেকে দূরে থাকারও।
আরও পড়ুন:
সিসিআইয়ের এই অভিযোগের বিরুদ্ধেই এ বার আবেদন করার কথা জানাল মেটা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী মেটার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের সংস্থা সিসিআইয়ের পর্যবেক্ষণের সঙ্গে একমত নয় এবং তারা আবেদন করতে চায়। ২০২১ সালে গোপনীয়তা নীতি বদল করা নিয়ে ওই মুখপাত্র ব্যাখ্যা করেছেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তাগুলির গোপনীয়তা পরিবর্তন করেনি ওই নীতি বদল। পুরো বিষয়টিই ঐচ্ছিক ছিল। ওই নীতি বদল গ্রহণ না করার জন্য কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলা হয়নি বা পরিষেবা ক্ষতির সম্মুখীন হননি বলেও দাবি মেটার।