Bollywood celebrities who have amazing painting skills dgtl
bollywood star
Bollywood celebrities: শুধু অভিনয় নয়, ক্যানভাসকে ‘জীবন্ত’ করে তুলতেও দক্ষ এই বলি তারকারা
বলিউডের বহু তারকা এই অতিমারির সময়কালকে কাজে লাগিয়েছেন। অবসর সময়ে হাতে তুলে নিয়েছেন পেনসিল, তুলি, সাদা কাগজ, রং ইত্যাদি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৩:১৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
পেশাগত কাজের পাশাপাশি অবসর সময়ে সকলেই নিজের পছন্দের কাজ করতে ভালবাসেন। কেউ গল্পের বই পড়েন, কেউ সঙ্গীত, নৃত্যচর্চার মধ্যে থাকেন। কেউ বাগান তৈরি করেন, কেউ আবার আঁকতে পছন্দ করেন।
০২১৫
বলিউডের বহু তারকা এই অতিমারির সময়কালকে কাজে লাগিয়েছেন। অবসর সময়ে হাতে তুলে নিয়েছেন পেনসিল, তুলি, সাদা কাগজ, রং ইত্যাদি।
০৩১৫
কোনও তারকা শুধু নিজের শখে ছবি এঁকেছেন, কেউ কেউ আবার সেই ছবি নিলামে চড়া দামে বিক্রি করেন।
০৪১৫
এই প্রসঙ্গে অভিনেত্রী সোনাক্ষী সিনহার কথা আলাদা ভাবে উল্লেখ করতে হয়। ‘হাউস অব ক্রিয়েটিভিটি’ নামে মুম্বইয়ের একটি সংস্থার প্রতিষ্ঠাতা তিনি। তাঁর দুই যমজ ভাই লব ও কুশ সিনহাও সোনাক্ষীর সঙ্গে যুক্ত।
০৫১৫
বিভিন্ন সৃজনশীল ব্যক্তি নিজেদের আঁকা ছবি এই সংস্থার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছন। ওয়েবসাইট থেকেও হাতে আঁকা এই ছবিগুলি কেনার সুযোগ রয়েছে।
০৬১৫
সোনাক্ষীর আঁকা বহু ছবি এখানে বিক্রি করা হয়। ভারতীয় মূল্য অনুযায়ী, প্রতিটি ছবির দাম ২৩ হাজার টাকা থেকে প্রায় সাত লক্ষ টাকা। সংবাদ সংস্থার সূত্রে খবর, সোনাক্ষী কিছু ছবি নিলামেও বিক্রি করেছেন যার পুরোটাই দিনমজুরদের সাহায্য করতে আর্থিক তহবিলে দান করে দেন।
০৭১৫
বাদ যাননি আমাদের ‘ভাইজান’ও। পানভেলের বাংলোতে শিল্পকর্মের অভাবনীয় সংগ্রহ গড়ে তুলেছেন সলমন। তিনি নিজেও অবসর সময়ে আঁকতে ভালবাসেন।
০৮১৫
মাদার টেরিজা এবং তাঁর সমাজকল্যাণমূলক চিন্তাধারা ফুটে ওঠে সলমনের ক্যানভাসে। লক্ষ থেকে কোটি টাকার গুণিতকে তাঁর আঁকা ছবি নিলামে বিক্রি করা হয় যা ‘বিইং হিউম্যান’ সমাজসেবী সংস্থার অর্থ তহবিলে দান করে দেন তিনি।
০৯১৫
বহু পঞ্জাবি, মালয়লম, তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করা বামিকা গব্বী ‘গ্রহণ’ ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছন। তখনই তাঁর ‘হিডেন ট্যালেন্ট’-এর কথা প্রকাশ্যে আসে।
১০১৫
শ্যুটিং-এর ফাঁকে সেটে বসেও স্কেচ পেনসিল দিয়ে নিজের মনে আঁকতে থাকেন তিনি। পিতৃ দিবসে বাবার ছবি স্কেচ করে উপহার দিয়েছিলেন তিনি।
১১১৫
ইলেয়ানা ডি’ক্রুজও খুব সুন্দর ছবি আঁকতে পারেন। নেটমাধ্যমে একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। গোলাপি ও কালো রঙের ‘শেড’ ব্যবহার করে হৃদ্স্পন্দনকে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন ইলেয়ানা।
১২১৫
এই তালিকায় রয়েছেন বলিউডের নবাগতাও। তারা সুতারিয়া চারকোল পেনসিল ব্যবহার করে একটি স্কেচ এঁকে নেটমাধ্যমে আপলোড করেছিলেন। অবসর সময়ে ছবিটি এঁকেছেন বলেই ভক্তদের ধারণা।
১৩১৫
অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও অসাধারণ চিত্রশিল্পী। একটি ছবিতে তার প্রমাণও পাওয়া যায়। ক্যানভাসের উপর রং-তুলি দিয়ে আঁকছেন তিনি।
১৪১৫
জাহ্নবী কপূরও দুর্দান্ত ‘হ্যান্ড পেন্টিং’ করেন। হাতের খেলা ও রঙের প্রয়োগে তাঁর আঁকা প্রতিটি ছবিই অভাবনীয় সুন্দর।
১৫১৫
করণ সিংহ গ্রোভার ‘স্টারইনফিনিটি’ ছদ্মনামে ছবি আঁকেন। আধ্যাত্মিকতা, মহাজাগতিকতা এবং আধুনিকতার অদ্ভুত সংমিশ্রণের দেখা মেলে তাঁর চিত্রশিল্পে। তাঁর ছবির মধ্যে এক মুক্তির স্বাদ রয়েছে, যা দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। ২০২২ সালেই একটি ‘ভার্চুয়াল’ প্রদর্শনীর আয়োজন করেন তিনি।