
রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন, রণবীর কপূর-আলিয়া ভট্ট, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, রাজকুমার রাও-পত্রলেখা, সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণী— বলিপাড়ায় এমন অনেক তারকা রয়েছেন যাঁদের জীবনসঙ্গীরাও অভিনয়জগতের সঙ্গে যুক্ত। কিন্তু বহু বলি তারকা রয়েছেন যাঁরা জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে বেছে নিয়েছেন যিনি বলিপাড়ার সঙ্গে যুক্ত নন।

বলিউডের বাদশা শাহরুখ খান তাঁর অভিনয় দক্ষতার জন্য যতটা জনপ্রিয়, ততটাই জনপ্রিয় অভিনেতার প্রেমকাহিনি। কোনও এক পার্টিতে গৌরী খানের সঙ্গে প্রথম আলাপ থেকে শুরু করে প্রেমিকার মান ভাঙানোর জন্য বন্ধুদের সঙ্গে সারা দিন মুম্বইয়ের সমুদ্রসৈকতে গৌরীর খোঁজ করে যাওয়া, বিয়ের পর মধুচন্দ্রিমায় যেতে না পারায় শেষ পর্যন্ত ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির শুটিং করতে গিয়ে দার্জিলিংয়ে গৌরীর সঙ্গে সময় কাটানো— শাহরুখের অনুরাগীদের অজানা কিছুই নয়। গৌরীর সঙ্গে শাহরুখ গাঁটছড়া বাঁধার সময় বলি ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও ভাবেই যুক্ত ছিলেন না গৌরী।