Bollywood actress Deepika Padukone in different bold looks in other movies dgtl
Deepika Padukone Bikini Look
কখনও ইলেকট্রিক ব্লু তো কখনও সোনালি সেকুইন! ‘পাঠান’-এর আগেও বহু বার বিকিনিতে ধরা দিয়েছেন দীপিকা
কিন্তু বিকিনিতে ‘পাঠান’ ছবির মাধ্যমে এই প্রথম বড় পর্দার সামনে হাজির হচ্ছেন না দীপিকা পাড়ুকোন। এর আগেও বহু ছবিতে সাহসী ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
সংবাদ সংস্থা
মুম্বইশেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১০:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৩
গেরুয়া বিকিনি হোক বা মনোকিনি— পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের লাস্যময়ী নাচ যেমন বিতর্কের সৃষ্টি করেছে, তেমনই দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু বিকিনিতে এই প্রথম বড় পর্দার সামনে হাজির হননি তিনি। এর আগেও বহু ছবিতে সাহসী পোশাকে দেখা গিয়েছে তাঁকে।
০২২৩
২০১৩ সালে আব্বাস-মাস্তানের পরিচালনায় মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘রেস’ ছবির দ্বিতীয় পর্ব।
০৩২৩
‘রেস ২’ ছবিতে সইফ আলি খান, অনিল কপূর, অমিশা পটেল, জ্যাকলিন ফার্নান্ডেজ়, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। অতিথিশিল্পী হিসাবে অভিনয় করতে দেখা গিয়েছিল বিপাশা বসুকেও।
০৪২৩
‘রেস ২’ ছবিতে বিকিনিতে ধরা দিয়েছিলেন দীপিকা। গাঢ় সবুজ রংয়ের বিকিনিতে অভিনেত্রীর ‘বোল্ড লুক’ ফুটে উঠেছিল।
০৫২৩
‘রেস ২’ ছবিতে আরও এক বার বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। ‘পার্টি অন মাই মাইন্ড’ নাচের দৃশ্যে বিকিনি পরেছিলেন তিনি। বিকিনির উপর গোলাপি রংয়ের শ্রাগ যেন তাঁর সৌন্দর্যে আলাদা মাত্রা এনে দিয়েছিল।
০৬২৩
‘পাঠান’ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে নাচের তালে দীপিকা পা মিলিয়েছিলেন ‘বিল্লু’ ছবির একটি গানে। ২০০৯ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পায় কমেডি ড্রামা ঘরানার ওই ছবি।
০৭২৩
‘বিল্লু’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, ইরফান খান, লারা দত্ত প্রমুখ। অতিথিশিল্পী হিসাবে কাজ করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন এবং করিনা কপূর খানকে।
০৮২৩
‘লভ মেরা হিট হিট’ গানে একটি সোনালি রঙের বিকিনি পরে শুট করেছিলেন দীপিকা।
০৯২৩
‘বিল্লু’ ছবির একই গানে পোশাক পরিবর্তন করে অন্য ধরনের বিকিনিতে ধরা দিয়েছিলেন দীপিকা। ইলেকট্রিক ব্লু রংয়ের একটি বিকিনি পরে নাচের কিছুটা দৃশ্য শুট করেছিলেন তিনি। পোশাকের রং বদলের সঙ্গে চুলের মধ্যেও আলাদা করে একই রংয়ের ‘হেয়ার স্ট্রিপ’ লাগিয়েছিলেন তিনি।
১০২৩
শাহরুখ খানের সঙ্গে আরও একটি ছবিতে বিকিনি পরতে দেখা গিয়েছিল দীপিকাকে। ২০১৪ সালে ফারাহ খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল কমেডি এবং অ্যাকশন ঘরানার ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’।
১১২৩
শাহরুখ এবং দীপিকা ছাড়া ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছিলেন অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং সোনু সুদ। এই ছবিতে ‘লভলি’ নাচের দৃশ্যে দীপিকার পারফর্ম্যান্স ছিল চমকপ্রদ।
১২২৩
‘লভলি’ গানের জন্য শুট করার সময় দীপিকা সবুজ রঙের বিকিনি টপ পরেছিলেন। বিকিনি টপের সঙ্গে মানানসই স্কার্ট পরে নাচের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।
১৩২৩
‘লভলি’ গানটির দৃশ্যে অভিনয় করার সময় প্রয়োজনমাফিক আবার পোশাক পরিবর্তন করতে হয়েছিল দীপিকাকে। একটি সোনালি রঙের সেকুইন বিকিনি টপে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
১৪২৩
২০১২ সালে হোমি আদজানিয়ার পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ককটেল’ ছবিটি। রোম্যান্স এবং কমেডি ঘরানার সংমিশ্রণে তৈরি হয়েছিল ছবিটি। সইফ আলি খান,ডায়না পেন্টি এবং দীপিকা পাড়ুকোনকে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
১৫২৩
‘ককটেল’ ছবিতে দীপিকাকে বেশির ভাগ সময় খোলামেলা পোশাকেই দেখা গিয়েছে।
১৬২৩
লাল রঙের একটি বিকিনি পরে ‘ককটেল’ ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে।
১৭২৩
‘ককটেল’ মুক্তি পাওয়ার এক বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দম মারো দম’ ছবিটি। রোহন সিপ্পির পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা রানা দগ্গুবতী, বিপাশা বসু এবং অভিষেক বচ্চন।
১৮২৩
‘দম মারো দম’ নামের পুরনো গানটি নতুন ভাবে উপস্থাপন করা হয় এই ছবিতে। এই ছবিতে অতিথিশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন দীপিকা। অভিনেত্রীকে এই ছবিতে নাচের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।
১৯২৩
সাদা রঙের বিকিনি হল্টার টপ পরে ‘দম মারো দম’ গানের দৃশ্যে নেচেছিলেন দীপিকা। বিকিনি টপের সঙ্গে ছিল টাসেল দেওয়া মিনি স্কার্ট।
২০২৩
২০১০ সালে দীপিকা পাড়়ুকোন এবং ইমরান খান অভিনীত ‘ব্রেক কে বাদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দানিস আসলাম এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন।
২১২৩
‘ব্রেক কে বাদ’ ছবির একটি দৃশ্যে দীপিকাকে সমুদ্রসৈকতের সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এই দৃশ্যে বিকিনি পরে ধরা দিয়েছিলেন দীপিকা। ফ্লোরাল প্রিন্টের বিকিনি, হট প্যান্ট এবং সাদা রঙের একটি শ্রাগ পরেছিলেন অভিনেত্রী।
২২২৩
গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’ ছবিটি। এই ছবিতে বলিপাড়ার বহু তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদি, নাসিরুদ্দিন শাহ, রজত কপূর, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য কারওয়া কাজ করেছিলেন এই ছবিতে।
২৩২৩
‘গেহরাইয়াঁ’ ছবিতে ‘বিচ লুক’ আনার প্রয়োজনে বিকিনি পরতে হয়েছিল দীপিকাকে। লাল রঙের একটি বিকিনি টপ পরেছিলেন তিনি। বিকিনির সঙ্গে সাদা এবং নীল রংয়ের একটি হাই ওয়েস্ট বটমও পরে নজর কেড়েছিলেন তিনি।