Bollywood actor Shah Rukh Khan does not feel comfortable eating with his own hands dgtl
Shah Rukh Khan
নিজের হাতে খেয়ে স্বস্তি পান না কেন? নেপথ্যকারণ জানালেন শাহরুখ
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, এখনও নিজের হাতে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১৭:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
নয়াদিল্লির রাজেন্দ্রনগরে বড় হয়ে ওঠা। স্কুল-কলেজের পড়াশোনাও রাজধানীতে। স্বপ্ন বু্নেছিলেন অভিনেতা হওয়ার। সেই কারণেই দিল্লি থেকে সোজা চলে যান মুম্বই।
০২১৪
বর্তমানে যিনি বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’ ইত্যাদি নামে পরিচিত, সেই শাহরুখ খানই নাকি নিজের হাতে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না!
০৩১৪
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, এখনও নিজের হাতে খেতে স্বচ্ছন্দ নন তিনি। স্বস্তিও পান না যেন। এমন হওয়ার কারণও জানিয়েছেন অভিনেতা।
০৪১৪
শাহরুখ দাবি করেন, ‘‘আমি যখন হাত দিয়ে খাওয়ার চেষ্টা করি, তখন আমাকে খুব বোকা বোকা দেখতে লাগে।’’ ছোটবেলা থেকে কখনও নিজের হাতে খাওয়ার অভ্যাসই করেননি অভিনেতা।
০৫১৪
নিজের হাতে খাওয়ার অভ্যাস তৈরি না হওয়ার জন্য শাহরুখ তাঁর মাকে দায়ী করেছেন। এই প্রসঙ্গে শৈশবের স্মৃতিও হাতড়াতে দেখা গিয়েছে অভিনেতাকে।
০৬১৪
শাহরুখ জানান, তাঁর বাবা তাজ মহম্মদ খান দেশভাগের আগে পেশোয়ার থেকে ভারতে আসেন। তাঁর মা লতিফ ফতিমা খান ছিলেন হায়দরাবাদের বাসিন্দা। শাহরুখ জানান, তাঁর বাবা-মা দু’জনেই ভিন্ন ঘরানার রান্না করতে ভালবাসতেন।
০৭১৪
শাহরুখ বলেন, ‘‘আমার ছোটবেলা থেকে যেমন মোগলাই খাবার খেয়েছি, ঠিক তেমনই দক্ষিণ ভারতের প্রায় সমস্ত খাবার আমার চেখে দেখা। আমার বাবা শুধু খেতেই ভালবাসতেন না, রান্না করে খাওয়াতেও ভালবাসতেন।’’
০৮১৪
শাহরুখ জানান, তাঁর বাবার হাতে তৈরি রান এবং তাঁর সঙ্গে মায়ের হাতে বানানো মটন বিরিয়ানি এবং খট্টি ডাল খেতে খুবই পছন্দ করতেন অভিনেতা।
০৯১৪
শাহরুখের যখন ১৫ বছর বয়স, তখন তাঁর বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার পর থেকে মায়ের কাছে বড় হয়ে ওঠেন শাহরুখ এবং তাঁর বোন।
১০১৪
ছোটবেলা থেকে শাহরুখকে তাঁর মা-ই খাইয়ে দিয়েছেন। এমনকি শাহরুখের যখন ২৫ বছর বয়স, তখনও মায়ের হাতেই খেতেন অভিনেতা।
১১১৪
১৯৯০ সালে শাহরুখের মা মারা যান। তার পর শাহরুখই একা হাতে নিজের কেরিয়ার সামলে বোনের পড়াশোনা সামলেছেন। কিন্তু মায়ের কাছে খেয়ে অভ্যাস তৈরি করে ফেলেছিলেন বলে এখন আর নিজের হাতে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না অভিনেতা।
১২১৪
শাহরুখ বলেন, ‘‘ছোটবেলায় আমাকে বিরিয়ানি এবং খট্টি ডালের সঙ্গে রান মাখিয়ে খাওয়াতেন বাবা-মা। কিন্তু আমি আমার ছেলেমেয়ের সঙ্গে এমন করি না।’’
১৩১৪
তবে শাহরুখ যে তাঁর সন্তানদের জন্য রান্নাঘরেও গিয়েছেন তা জানিয়েছেন অভিনেতা নিজেই। শাহরুখ বলেন, ‘‘আমি ডিম সিদ্ধ করতে পারি। চা বানাতে পারি। ভাল ফুলকাও তৈরি করতে পারি।’’
১৪১৪
শাহরুখ বলেন, ‘‘আমি বেক করতে পারি। আরিয়ান যখন ছোট ছিল তখন আমি ওর জন্য পাস্তাও বানিয়েছি। শুধু তাই নয়, আরিয়ানের সঙ্গে ব্যাটম্যান ছাঁচের কুকিজ়ও বানিয়েছি আমি।’’