Bollywood actor Salman Khan refused to work with Sunny Deol, Akshay Kumar and other bollywood stars on a multi-starrer movie dgtl
Salman Khan
অক্ষয়-সানির সঙ্গে অভিনয় করতে নারাজ! কোন ছবির প্রস্তাব খারিজ করেও অনুশোচনা হয়নি সলমনের?
অক্ষয় কুমার এবং সানি দেওল-সহ মোট ২৬ জন তারকাকে নিয়ে ‘জানি দুশমন’ ছবিটির শুটিং শুরু করেন পরিচালক রাজকুমার কোহলি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২০ অগস্ট ২০২৩ ১৭:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
একেই বলিপাড়ার প্রথম সারির ছবিনির্মাতার পুত্র। তার উপর আবার ঝুলিতে রয়েছে একের পর এক হিট ছবি। তবে অক্ষয় কুমার এবং সানি দেওলের মতো বলি তারকার সঙ্গে একই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করেন সলমন খান।
০২১৫
২০০২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জানি দুশমন’ ছবিটি। রাজকুমার কোহলির কেরিয়ারে শেষ পরিচালিত ছবি ছিল ‘জানি দুশমন’।
০৩১৫
অক্ষয় কুমার এবং সানি দেওলের মতো বড় মাপের তারকাদের ‘জানি দুশমন’ ছবির প্রস্তাব দিয়েছিলেন রাজকুমার। পরিচালকের প্রস্তাবে রাজি হয়েছিলেন বলিপাড়ার দুই অভিনেতাই।
০৪১৫
শুধু অক্ষয় এবং সানিই নন, ‘জানি দুশমন’ ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে রাজকুমার যান সলমনের কাছে। কিন্তু পরিচালককে সরাসরি না করে দেন সলমন।
০৫১৫
বলিপাড়ায় কানাঘুষো শোনা যেতে থাকে যে, অক্ষয় এবং সানির মতো তারকা রয়েছেন শুনেই নাকি তাঁদের সঙ্গে অভিনয় করতে রাজি হননি সলমন।
০৬১৫
অগত্যা সলমনকে ছাড়াই ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন রাজকুমার। অক্ষয় এবং সানি-সহ মোট ২৬ জন তারকাকে নিয়ে ‘জানি দুশমন’ ছবিটির শুটিং শুরু করেন পরিচালক।
০৭১৫
‘জানি দুশমন’ ছবিতে রাজ বব্বর, সুনীল শেট্টি, অমরীশ পুরী, আদিত্য পাঞ্চোলি, আরশাদ ওয়ারসি, আফতাব শিবদেসানি, অতুল অগ্নিহোত্রী, রজত বেদির মতো তারকারাও এই ছবিতে অভিনয় করেন।
০৮১৫
কৌতুকাভিনেতা জনি লিভার ছাড়াও ‘জানি দুশমন’ ছবিতে অভিনয় করেছিলেন পরিচালক রাজকুমারের পুত্র আরমান কোহলিও।
০৯১৫
হিন্দি গানের জগতে গায়কদের তালিকায় প্রথম সারিতে নিজের নাম লিখিয়েছেন সোনু নিগম। গানের পাশাপাশি বড় পর্দায় অভিনয়ও করতে দেখা গিয়েছিল তাঁকে।
১০১৫
১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেতাব’ ছবিতে স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন সোনু। বলি অভিনেতা সানি দেওলের শৈশবকালের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি।
১১১৫
তবে ‘জানি দুশমন’ ছবিতে অভিনয় করে বলিপাড়ায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রাখেন সোনু। এই ছবিতে গানও গাইতে দেখা গিয়েছে তাঁকে।
১২১৫
বলি অভিনেতাদের পাশাপাশি ‘জানি দুশমন’ ছবিতে মনীষা কৈরালা এবং রম্ভার মতো তারকাও অভিনয় করেছেন।
১৩১৫
রাজকুমার চেয়েছিলেন ‘জানি দুশমন’ ছবিটি যেন দর্শকের মনে ধরে। বক্স অফিস থেকেও ছবিটি ভাল ব্যবসা করবে বলে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তাঁর স্বপ্নভঙ্গ হয়।
১৪১৫
‘জানি দুশমন’ ছবিটি বানাতে মোট ১৮ কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পর বক্স অফিসে তা মুখ থুবড়ে পড়ে। ১০ কোটি ৭২ লক্ষ টাকার ব্যবসা করেছিল ছবিটি।
১৫১৫
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘জানি দুশমন’ ছবির প্রস্তাব খারিজ করে বিন্দুমাত্র অনুশোচনা বোধ করেন না সলমন। বলিপাড়ার একাংশের দাবি, ছবি হিট করাতেই নাকি বলিউডের নামকরা তারকাদের নিয়ে কাজ করেছিলেন পরিচালক। তা আন্দাজ করতে পেরে নাকি প্রস্তাব খারিজ করে দেন তিনি এবং তা নিয়ে আফসোসও হয় না তাঁর।