Bollywood actor Pulkit Samrat and Kriti Kharbanda’s relationship timeline, dating history of Pulkit dgtl
Bollywood Gossip
সলমনের বোনকে গোপনে বিয়ে, হৃতিকের ‘প্রেমিকা’র সঙ্গে পরকীয়া, এ বার বলি নায়িকাকে বিয়ে অভিনেতার
দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর কৃতিকে বিয়ে করেন পুলকিত। তবে কৃতিই পুলকিতের প্রথম স্ত্রী নন। কানাঘুষো শোনা যায়, বলিউডের ‘ভাইজান’ সলমন খানের বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন পুলকিত।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১০:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
চলতি বছরের গোড়ায় বাগ্দান পর্ব সেরেছেন। বহু বছর সম্পর্কে থাকার পর সহ-অভিনেত্রীকে মার্চ মাসে বিয়ে করেন। অভিনয় নয়, ব্যক্তিগত জীবনের জন্য বার বার কটাক্ষের শিকার হয়েছেন। বলিউডের খান পরিবারও তাঁকে বিশেষ পছন্দ করে না। তিনি, বলি অভিনেতা পুলকিত সম্রাট।
০২১৫
২০২৪ সালের মার্চ মাসে বলি নায়িকা কৃতি খরবন্দার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পুলকিত। ‘ভীরে দি ওয়েডিং’, ‘পাগলপন্তি’ এবং ‘তাইশ’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল কৃতি এবং পুলকিতকে। বড় পর্দার এই জুটি বাস্তবেও জুটি বাঁধেন চলতি বছর।
০৩১৫
বলিপাড়া সূত্রে খবর, ২০১৮ সালে পেশাগত কারণে কৃতির সঙ্গে প্রথম আলাপ হয় পুলকিতের। ছবি শুটিংয়ের সময় সেই আলাপ গাঢ় হয়ে ওঠে। তখনই সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।
০৪১৫
দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর কৃতিকে বিয়ে করেন পুলকিত। তবে কৃতিই পুলকিতের প্রথম স্ত্রী নন। কানাঘুষো শোনা যায়, বলিউডের ‘ভাইজান’ সলমন খানের বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন পুলকিত। তার পর বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
০৫১৫
সলমনের নিজের বোন না হলেও প্রতি বছর অভিনেতাকে রাখি পরান শ্বেতা। তাই সলমনের ‘রাখি সিস্টার’ হিসাবে পরিচিত তিনি। কানাঘুষো শোনা যায়, শ্বেতার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন পুলকিত। ২০১০ সালের মে মাসে গোপনে বিয়ে করেন দু’জনে।
০৬১৫
চার বছর পর ২০১৪ সালের নভেম্বর মাসে ধুমধাম করে শ্বেতাকে বিয়ে করেন পুলকিত। কিন্তু তাঁদের সংসার বেশি দিন টেকেনি। ২০১৫ সালের নভেম্বর মাসে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। কানাঘুষো শোনা যেতে থাকে, তাঁদের সংসারে ভাঙনের নেপথ্যে ছিলেন এক বলি নায়িকা।
০৭১৫
২০১৬ সালে বড় পর্দায় মুক্তি পায় রোম্যান্টিক ঘরানার ছবি ‘সনম রে’। এই ছবিতে বলি অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় পুলকিতকে। বলিপা়ড়ার গুঞ্জন, শুটিংয়ের সময় ইয়ামির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা। তা নিয়ে পুলকিত এবং শ্বেতার সংসারে অশান্তিও হয়।
০৮১৫
বিবাহবিচ্ছেদের পর এক পুরনো সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছিলেন, ইয়ামি আসলে ঘর ভাঙেন। এই প্রসঙ্গে পরে ইয়ামিকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, শ্বেতা সব সময় পুলকিতকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন।
০৯১৫
পুলকিত এবং ইয়ামি তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও দিনও মুখ খোলেননি। কানাঘুষো শোনা যায়, দুই তারকা নাকি একে অপরের বাড়িতে গিয়ে সময় কাটাতেন। এমনকি, ইয়ামির পরিবার পুলকিতের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে আপত্তিও জানিয়েছিল।
১০১৫
বলিউডের জনশ্রুতি, ‘কাবিল’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কারণে ইয়ামির উপর রেগে যান পুলকিত। তাঁদের মধ্যে এই নিয়ে অশান্তি হওয়ার কারণে দুই তারকার সম্পর্কও ভেঙে যায়।
১১১৫
বলিপাড়া সূত্রে খবর, ২০১৮ সালে ইয়ামির সঙ্গে সম্পর্কে ইতি টানেন পুলকিত। কিন্তু বেশি দিন ‘সিঙ্গল’ থাকেননি অভিনেতা। বলিপাড়ার অন্য এক নায়িকার প্রেমে পড়ে যান তিনি।
১২১৫
২০১৮ সালে ‘পাগলপন্তি’ ছবির শুটিং শুরু হয়। সেই ছবিতে অভিনয় করতে দেখা যায় পুলকিত এবং কৃতিকে। শুটিং সেট থেকে দু’জনের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে বলে শোনা যায়।
১৩১৫
বলিপাড়া সূত্রে খবর, ২০১৯ সাল থেকে সম্পর্কে জড়িয়ে পড়েন পুলকিত এবং কৃতি। টানা পাঁচ বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন দু’জনে।
১৪১৫
শ্বেতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর সলমন খানের পরিবার পুলকিতের উপর নাকি রেগে যায়। শোনা যায়, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত পুলকিতের প্রথম ছবি ‘বিট্টু বস্’-এর প্রচারেও সাহায্য করেছিলেন সলমন। শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর পুলকিতকে ভাল চোখে দেখতেন না সলমন।
১৫১৫
তবে ব্যক্তিগত জীবন নিয়ে পুলকিত যত চর্চায় এসেছেন, তাঁর অভিনয় নিয়ে তেমন চর্চা হয়নি। ১২ বছরের দীর্ঘ সময়ে কেরিয়ারের ঝুলিতে ২০টির বেশি ছবিতে অভিনয় করার সুযোগ পাননি তিনি।