ছবির প্রচারে শহরে এসেছেন কলকাতার ‘জামাই’, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। উপলক্ষ— অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় তাঁর নতুন ছবি ‘কড়ক সিংহ’-এর প্রচার। ‘মিমি’ হোক বা ‘মির্জাপুর’, পর্দায় গল্প যা-ই থাকুক, তাঁর অভিনয়ের জাদুতে সবাই মাত। শীতের শুরুতে শহরে এসেই গলায় গুরুতর সংক্রমণ। তা সত্ত্বেও নতুন ছবি, ঝিঙে পোস্ত এবং বাঙালিদের নিয়ে আড্ডার মেজাজে পাওয়া গেল তাঁকে। আসর জমল আনন্দবাজার অনলাইনের সঙ্গে।
বাস্তবের পঙ্কজ কি সত্যিই খুব ‘কড়ক’? অভিনেতা অকপট বললেন, “একদমই নয়। আমাদের গ্রামে এক দূর সম্পর্কের কাকা ছিলেন। সব সময় রেগে থাকতেন। সকলের উপর চোটপাট করতেন। কিন্তু সেই রাগের জন্য নিজেই বোধহয় সবচেয়ে বেশি বিব্রত থাকতেন। সেই সময় বুঝে গিয়েছিলাম, রাগ করা উচিত নয়। বেশি রাগ সবার আগে আপনার নিজেরই ক্ষতি করবে। যার উপর রাগ করছেন তাঁর উপর হয়তো কোনওই প্রভাব পড়ল না”।