bnp in Bangladesh has called for 48 hours general strike in order to stop to the upcoming voting process dgtl
Bangladesh Election 2024
উত্তপ্ত বাংলাদেশের ভোট-আবহ, ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির
এক দিকে বাম জোটের ভোট বয়কটের ডাক, অন্য দিকে ভোটের স্বচ্ছতা নিয়ে দেশের নানা স্তরে আলোচনা ও জল্পনা অব্যাহত।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১৬:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বাংলাদেশের নির্বাচনের আবহে অশান্তি যেন থামছেই না। এক দিকে বাম জোটের ভোট বয়কটের ডাক, অন্য দিকে ভোটের স্বচ্ছতা নিয়ে দেশের নানা স্তরে আলোচনা ও জল্পনা অব্যাহত। এ বার সেই আবহে আরও এক ধাপ উত্তাপ বাড়িয়ে দিল খালেদা জিয়ার দলের তরফে হরতালের ডাক।
০২১০
শেষবেলার নির্বাচনী প্রচারে খুন হয়েছেন তিন জন। সেই ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।
০৩১০
এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল (ধর্মঘট) শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।
০৪১০
উত্তেজনার এই আবহেই রবিবার ভোটগ্রহণ সে দেশের জাতীয় সংসদের ৩০০টি আসনে।
০৫১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তত্ত্বাবধানে কোনও নির্বাচনে অংশ না-নেওয়ার কথা আগেই ঘোষণা করেছে বিএনপি, জামাত-এ-ইসলামি, বাম জোটের মতো বিরোধী শিবির।
০৬১০
ভোট বয়কটের দাবিতে প্রচারও চালিয়েছে। তাঁদের দাবি ছিল, ‘নির্দল এবং নিরপেক্ষ’ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় সাধারণ নির্বাচন। কিন্তু সেই দাবি শাসকদল আওয়ামী লীগ খারিজ করায় তৈরি হয়েছে সংঘাতের আবহ।
০৭১০
এই পরিস্থিতিতে শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির হরতাল। চলবে আগামী ৮ জানুয়ারি (সোমবার) সকাল ৬টা পর্যন্ত।
০৮১০
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির শুক্রবার সংবাদমাধ্যমে হরতালের কথা ঘোষণা করেন। এই পরিস্থিতিতে রবিবারের ভোটগ্রহণ চলাকালীন বিএনপি কর্মী-সমর্থকেরা হরতাল সফল করতে পথে নামলে সংঘাত অনিবার্য বলেই আশঙ্কা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
০৯১০
ইতিমধ্যেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য বুধবার সেনাবাহিনী নামিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।
১০১০
কিন্তু, অশান্তি হলে ভোটদানের হার কমে যেতে পারে বলে শঙ্কা শাসক শিবিরের।