Advertisement
২১ জানুয়ারি ২০২৫
gold man of bihar

সোনায় মোড়া দেহ, মোবাইল থেকে গাড়ি সবই সোনার! ইনি পড়শি রাজ্যের ‘গোল্ড ম্যান’

সারা শহর চষে বেড়ান সোনার মোড়া মোটরবাইক চড়ে। তাঁকে পথেঘাটে ঘুরতে দেখে খানিকটা হাঁ করেই তাকিয়ে দেখেন পথচলতি মানুষ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৩:২৫
Share: Save:
০১ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

মাথায় লাল পাগড়ি, গলায় প্যাঁচানো মোটা শিকলের মতো সোনার হার। হাতে সোনার ছ’টি চওড়া ব্রেসলেট, ১০ আঙুলে সোনার ভারী আংটি। এমনকি তিনি যে মোবাইলটি ব্যবহার করেন সেটিও সোনায় মোড়া।

০২ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

সারা শরীর জুড়েই সোনা। পরে থাকেন পাঁচ কেজির বেশি সোনা। সারা শহর চষে বেড়ান সোনার মোড়া মোটরবাইক চড়ে। তাঁকে পথেঘাটে দেখে খানিকটা হাঁ করেই তাকিয়ে দেখেন পথচলতি মানুষ।

০৩ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

তিনি বিহারের ‘গোল্ড ম্যান’ নামে পরিচিত। আসল নাম প্রেম সিংহ। বিহারের পটনা শহরের বাসিন্দা তিনি।

০৪ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

জামাকাপড়, বাড়ি-গাড়ি বা জুতোর শখ নেই। প্রেমের মন টানে সোনার দিকে। তাই তাঁকে ‘গোল্ড ম্যান অফ বিহার’ বলেই চেনেন সবাই।

০৫ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

তাঁর গলায় থাকে ১৭টি সোনার হার, তার মধ্যে একটির লকেটে লেখা ‘গোল্ড ম্যান অফ বিহার’।

০৬ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

নিজেকে ‘বিহারের গোল্ড ম্যান’ বলতে শ্লাঘা অনুভব করেন প্রেম। সোনা পরা তাঁর কাছে প্রথমে আবেগের বিষয় ছিল। তার পর তিনি ধীরে ধীরে এটিকে একটি অভ্যাসে পরিণত করেছেন। তিনি আরও দাবি করেন যে, সোনা পরা মানুষের শরীরের জন্য সব সময়ই ভাল।

০৭ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

প্রেম জানান, তাঁর সোনার গয়না পরার ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে এসেছে। তাঁর কথায়, “ওই রাজ্যগুলিতে যদি মানুষ সোনা পরে ঘুরতে পারেন, তা হলে আমি কেন পারব না?” আর সেখান থেকেই নিজের একটা আলাদা পরিচয় গড়ে তোলার পথ বেছে নেন প্রেম।

০৮ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

প্রেম আদতে ভোজপুর জেলার কল্যাণপুর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ঠিকাদার। কাজের সূত্রে রাজধানী শহরে বাস করেন তিনি।

০৯ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

তাঁর উপার্জনের বেশির ভাগ টাকাই খরচ হয় হলুদ ধাতুর প্রতি প্রবল আসক্তিতে। প্রেম জানিয়েছেন, নিজের উপার্জিত টাকা দিয়ে যত দিন পারবেন সোনা কিনে যাবেন।

১০ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

সোনার মালিক হওয়ার ক্ষেত্রে বিশ্বরেকর্ডের অধিকারী হতে চান ‘গোল্ড ম্যান অফ বিহার’।

১১ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

প্রায়ই তাঁকে বিহারের রাস্তায় সোনার বুলেটে চেপে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। নিজেকে আপাদমস্তক সোনায় মুড়িয়ে রাখা প্রেমের রয়্যাল এনফিল্ড মোটরবাইকটির বেশ কিছু অংশ সোনার পাত দিয়ে মোড়ানো।

১২ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

তাঁর বাহনটিতেও ১০০ থেকে ১৫০ গ্রাম সোনা রয়েছে যার আনুমানিক মূল্য ১২-১৪ লক্ষ টাকা। এই বিশেষ মোটরবাইকটি তিনি বেঙ্গালুরু থেকে তৈরি করিয়েছেন বলে সংবাদমাধ্যমে জানান প্রেম।

১৩ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

পাঁচ কোটিরও বেশি মূল্যের সোনা দেহের নানা অংশে থাকে তাঁর। তা সত্ত্বেও প্রকাশ্যে ঘোরাফেরা করতে বিন্দুমাত্র ভয় পান না প্রেম। ডাকাতি বা প্রাণসংশয়ের কোনও আশঙ্কা করেন না তিনি।

১৪ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

এত সোনা সব সময় গায়ে থাকে, লুট হয়ে যাওয়ার ভয় নেই? জানতে চাওয়া হয়েছিল প্রেমের কাছে। উত্তরে তিনি জানান, বিহারের সুশাসনের প্রতি তাঁর ভরসা আছে।

১৫ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

তাই গা-ভর্তি গয়না পরে বেরিয়েও তাঁর এতটুকুও ভয় হয় না। হনু্মানের একনিষ্ঠ ভক্তের প্রবল বিশ্বাস, কোনও বিপদ ঘটলে তাঁকে রক্ষা করবেন আরাধ্য দেবতাই।

১৬ ১৬
Bihar resident Prem Singh Affectionately labelled the Gold Man of Bihar

২০ বছর বয়স থেকেই সোনার গয়নার শখ প্রেমের। সেই সময় থেকেই একটু একটু করে সোনা কেনা শুরু করেন। স্ত্রী, কিশোরী কন্যা এবং সাড়ে পাঁচ কেজি সোনা নিয়ে বহাল তবিয়তে আছেন ৪৬ বছর বয়সি বিহারের এই ব্যবসায়ী।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy