Advertisement
২২ জানুয়ারি ২০২৫
T20 World Cup 2024

বেঞ্চেই কেটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ‘বঞ্চিত’দের একাদশ টক্কর দিতে পারে রোহিত-বিরাটদেরও

টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। গোটা টুর্নামেন্টে অপরাজিত ছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে দেশের হয়ে খেলবেন বলে যাঁরা গিয়েছিলেন, সকলে সুযোগ পাননি। সেই ‘বঞ্চিত’দের নিয়ে আনন্দবাজার অনলাইনে তৈরি হল নতুন একাদশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৪ ১৬:২৩
Share: Save:
০১ ১৫
সদ্য বিশ্বকাপ জিতেছে ভারত। গোটা টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দেশ এখন নায়কদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে।

সদ্য বিশ্বকাপ জিতেছে ভারত। গোটা টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দেশ এখন নায়কদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে।

—ফাইল চিত্র।

০২ ১৫
ভারত, দক্ষিণ আফ্রিকা ছাড়া ইংল্যান্ড এবং আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। আগেই ছিটকে গিয়েছিল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের মতো দল।

ভারত, দক্ষিণ আফ্রিকা ছাড়া ইংল্যান্ড এবং আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। আগেই ছিটকে গিয়েছিল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের মতো দল।

—ফাইল চিত্র।

০৩ ১৫
ভারত বিশ্বকাপ জিতলেও স্কোয়াডের সব সদস্য টুর্নামেন্ট খেলার সুযোগ পাননি। শুধু ভারত নয়, অন্য দলেরও একাধিক ক্রিকেটার রয়েছেন যাঁরা গোটা টুর্নামেন্ট বেঞ্চেই কাটিয়েছেন। সেই সুযোগ না পাওয়াদের নিয়ে দল তৈরি করলাম আমরা। দলে তিন ভারতীয় ছাড়াও আর কারা থাকলেন?

ভারত বিশ্বকাপ জিতলেও স্কোয়াডের সব সদস্য টুর্নামেন্ট খেলার সুযোগ পাননি। শুধু ভারত নয়, অন্য দলেরও একাধিক ক্রিকেটার রয়েছেন যাঁরা গোটা টুর্নামেন্ট বেঞ্চেই কাটিয়েছেন। সেই সুযোগ না পাওয়াদের নিয়ে দল তৈরি করলাম আমরা। দলে তিন ভারতীয় ছাড়াও আর কারা থাকলেন?

—ফাইল চিত্র।

০৪ ১৫
যশস্বী জয়সওয়াল— ভারতের এই বাঁহাতি ওপেনারের আন্তর্জাতিক টি২০ রেকর্ড বেশ ভাল। আইপিএলেও ভাল খেলেছেন তিনি। তবে ভারত রোহিত-বিরাটকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বকাপে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তরুণ ওপেনার।

যশস্বী জয়সওয়াল— ভারতের এই বাঁহাতি ওপেনারের আন্তর্জাতিক টি২০ রেকর্ড বেশ ভাল। আইপিএলেও ভাল খেলেছেন তিনি। তবে ভারত রোহিত-বিরাটকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বকাপে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তরুণ ওপেনার।

—ফাইল চিত্র।

০৫ ১৫
বেন ডাকেট— ১২টি আন্তর্জাতিক টি২০-তে ৩১৫ রান করেছেন ইংল্যান্ডের এই ওপেনার। স্ট্রাইক রেট প্রায় ১৪৫। তবুও ফিল সল্ট এবং জস বাটলারের ওপেনিং জুটিতে ভরসা রেখেছিল ইংল্যান্ড। ফলে বিশ্বকাপে সুযোগ পাননি বেন। সুযোগ না পাওয়াদের দলের দ্বিতীয় ওপেনার তিনিই।

বেন ডাকেট— ১২টি আন্তর্জাতিক টি২০-তে ৩১৫ রান করেছেন ইংল্যান্ডের এই ওপেনার। স্ট্রাইক রেট প্রায় ১৪৫। তবুও ফিল সল্ট এবং জস বাটলারের ওপেনিং জুটিতে ভরসা রেখেছিল ইংল্যান্ড। ফলে বিশ্বকাপে সুযোগ পাননি বেন। সুযোগ না পাওয়াদের দলের দ্বিতীয় ওপেনার তিনিই।

—ফাইল চিত্র।

০৬ ১৫
সঞ্জু স্যামসন— বিশ্বকাপে সুযোগ না পাওয়া ভারতের আর এক ‘বঞ্চিত’ ক্রিকেটার। ডানহাতি সঞ্জু টি২০তে নিজেকে প্রমাণ করেছেন বার বার। তবে দলে ঋষভ পন্থ থাকায় ভারতীয় দলে সুযোগ পাননি তিনিও।

সঞ্জু স্যামসন— বিশ্বকাপে সুযোগ না পাওয়া ভারতের আর এক ‘বঞ্চিত’ ক্রিকেটার। ডানহাতি সঞ্জু টি২০তে নিজেকে প্রমাণ করেছেন বার বার। তবে দলে ঋষভ পন্থ থাকায় ভারতীয় দলে সুযোগ পাননি তিনিও।

—ফাইল চিত্র।

০৭ ১৫
জস ইংলিশ— টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক হিসাবে প্রথম পছন্দ ছিলেন ম্যাথু ওয়েড। তাঁর বিকল্প হিসাবে দলে রাখা হয়েছিল জস ইংলিশকে। কিন্তু তিনি খেলার সুযোগ পাননি। ২১টি ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলে তাঁর মোট রান ৪৭০। উইকেটরক্ষক না হলেও ব্যাটার হিসাবে ‘বঞ্চিত’দের দলে থাকবেন তিনি।

জস ইংলিশ— টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক হিসাবে প্রথম পছন্দ ছিলেন ম্যাথু ওয়েড। তাঁর বিকল্প হিসাবে দলে রাখা হয়েছিল জস ইংলিশকে। কিন্তু তিনি খেলার সুযোগ পাননি। ২১টি ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলে তাঁর মোট রান ৪৭০। উইকেটরক্ষক না হলেও ব্যাটার হিসাবে ‘বঞ্চিত’দের দলে থাকবেন তিনি।

—ফাইল চিত্র।

০৮ ১৫
সিমরন হেটমায়ার— ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার সিমরন হেটমায়ার আক্রমণাত্মক শট খেলে বার বার নজর কেড়েছেন। অভিজ্ঞতাও কম নেই তাঁর। তবে ১৫ জনের দলে থাকলেও বিশ্বকাপে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাঁকে। ‘বঞ্চিত’দের দলে থাকবেন তিনিও। ৫৭টি ২০ ওভারের খেলায় তাঁর মোট রান ৯০২।

সিমরন হেটমায়ার— ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার সিমরন হেটমায়ার আক্রমণাত্মক শট খেলে বার বার নজর কেড়েছেন। অভিজ্ঞতাও কম নেই তাঁর। তবে ১৫ জনের দলে থাকলেও বিশ্বকাপে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাঁকে। ‘বঞ্চিত’দের দলে থাকবেন তিনিও। ৫৭টি ২০ ওভারের খেলায় তাঁর মোট রান ৯০২।

—ফাইল চিত্র।

০৯ ১৫
নিসর্গ পটেল— ভারতীয় বংশোদ্ভূত এই অলরাউন্ডার আমেরিকার টি-২০ বিশ্বকাপ দলে প্রথম ১৫ জনের মধ্যে ছিলেন। ২১টি ম্যাচ খেলে তাঁর হাত থেকে এসেছে ১১৫ রান। পেয়েছেন ২৭টি উইকেট। বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার ছিলেন তিনিও।

নিসর্গ পটেল— ভারতীয় বংশোদ্ভূত এই অলরাউন্ডার আমেরিকার টি-২০ বিশ্বকাপ দলে প্রথম ১৫ জনের মধ্যে ছিলেন। ২১টি ম্যাচ খেলে তাঁর হাত থেকে এসেছে ১১৫ রান। পেয়েছেন ২৭টি উইকেট। বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার ছিলেন তিনিও।

—ফাইল চিত্র।

১০ ১৫
সাকিব জ়ুলফিকর— নেদারল্যান্ডের বোলিং অলরাউন্ডার সাকিব জ়ুলফিকর। ছ’টি আন্তর্জাতিক টি-২০ খেলে তাঁর নামের পাশে দু’টি উইকেট। তবে ইকোনমি রেট বেশ ভাল— ৬.৭৭। ৩৪ রানও করেছেন ব্যাট হাতে। সুযোগ পেলে নেদারল্যান্ডের নির্ভরযোগ্য স্পিনার হয়ে উঠতে পারতেন তিনি।

সাকিব জ়ুলফিকর— নেদারল্যান্ডের বোলিং অলরাউন্ডার সাকিব জ়ুলফিকর। ছ’টি আন্তর্জাতিক টি-২০ খেলে তাঁর নামের পাশে দু’টি উইকেট। তবে ইকোনমি রেট বেশ ভাল— ৬.৭৭। ৩৪ রানও করেছেন ব্যাট হাতে। সুযোগ পেলে নেদারল্যান্ডের নির্ভরযোগ্য স্পিনার হয়ে উঠতে পারতেন তিনি।

—ফাইল চিত্র।

১১ ১৫
গ্রাহাম হিউম— দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার আয়ারল্যান্ডের জাতীয় দলে খেলেন। তিনি ডান হাতি জোরে বোলার। ছ’টি আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচ খেলে তাঁর নামের পাশে রয়েছে পাঁচটি উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ১০ রান। ব্যাট হাতে ৩৩ রানও করেছেন তিনি।

গ্রাহাম হিউম— দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার আয়ারল্যান্ডের জাতীয় দলে খেলেন। তিনি ডান হাতি জোরে বোলার। ছ’টি আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচ খেলে তাঁর নামের পাশে রয়েছে পাঁচটি উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ১০ রান। ব্যাট হাতে ৩৩ রানও করেছেন তিনি।

—ফাইল চিত্র।

১২ ১৫
যুজবেন্দ্র চাহাল— ভারতের এই লেগ স্পিনার বল হাতে বহু ম্যাচ জিতিয়েছেন দলকে। অভিজ্ঞতার পাশাপাশি দক্ষতাও রয়েছে তাঁর। তবে কুলদীপ যাদব এবং অক্ষর পটেল দলে থাকায় এ বারের টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাননি চাহাল। ‘বঞ্চিত’দের দলে অবশ্যই থাকবেন।

যুজবেন্দ্র চাহাল— ভারতের এই লেগ স্পিনার বল হাতে বহু ম্যাচ জিতিয়েছেন দলকে। অভিজ্ঞতার পাশাপাশি দক্ষতাও রয়েছে তাঁর। তবে কুলদীপ যাদব এবং অক্ষর পটেল দলে থাকায় এ বারের টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাননি চাহাল। ‘বঞ্চিত’দের দলে অবশ্যই থাকবেন।

—ফাইল চিত্র।

১৩ ১৫
ঋষিভ জোশী— কানাডার বোলার ঋষিভ জোশী বিশ্বকাপের আগে নজর কেড়েছিলেন। সাতটি আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচ খেলে তিনি নিয়েছেন পাঁচটি উইকেট। ইকোনমি রেট ৮.৪৪। সুযোগ পেলে তিনিও দলের সম্পদ হয়ে উঠতে পারতেন।

ঋষিভ জোশী— কানাডার বোলার ঋষিভ জোশী বিশ্বকাপের আগে নজর কেড়েছিলেন। সাতটি আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচ খেলে তিনি নিয়েছেন পাঁচটি উইকেট। ইকোনমি রেট ৮.৪৪। সুযোগ পেলে তিনিও দলের সম্পদ হয়ে উঠতে পারতেন।

—ফাইল চিত্র।

১৪ ১৫
ফারিদ আহমদ— এ বারের বিশ্বকাপের অন্যতম চমক ছিল আফগানিস্তানের উত্থান। অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ডের মতো দলকে বিশ্বকাপে হারিয়ে দিয়েছে তারা। আফগানদের ১৫ জনের দলে ছিলেন ফারিদ আহমদ। ৩০টি আন্তর্জাতিক টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিয়েছেন ৩৯টি উইকেট।

ফারিদ আহমদ— এ বারের বিশ্বকাপের অন্যতম চমক ছিল আফগানিস্তানের উত্থান। অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ডের মতো দলকে বিশ্বকাপে হারিয়ে দিয়েছে তারা। আফগানদের ১৫ জনের দলে ছিলেন ফারিদ আহমদ। ৩০টি আন্তর্জাতিক টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিয়েছেন ৩৯টি উইকেট।

—ফাইল চিত্র।

১৫ ১৫
জাতীয় দলে থাকলেও এই ১১ জন ক্রিকেটারের বিশ্বকাপ কেটেছে বেঞ্চে বসে। অন্য সতীর্থের সুযোগ পাওয়া এবং ভাল খেলা তাঁদের সুযোগের পথে ‘কাঁটা’ হয়ে ছিল। তবে ‘বঞ্চিত’দের এই দল কিন্তু সুযোগ পেলে অনায়াসে টেক্কা দিতে পারত বিরাট-রোহিতদের মতো বিশ্বসেরাদের।

জাতীয় দলে থাকলেও এই ১১ জন ক্রিকেটারের বিশ্বকাপ কেটেছে বেঞ্চে বসে। অন্য সতীর্থের সুযোগ পাওয়া এবং ভাল খেলা তাঁদের সুযোগের পথে ‘কাঁটা’ হয়ে ছিল। তবে ‘বঞ্চিত’দের এই দল কিন্তু সুযোগ পেলে অনায়াসে টেক্কা দিতে পারত বিরাট-রোহিতদের মতো বিশ্বসেরাদের।

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy