Arab doctor become richest after his healthcare firm rebounded in share market dgtl
Richest Docs
রাতারাতি ধনকুবের হলেন চিকিৎসক, সম্পত্তি গিয়ে দাঁড়াল প্রায় লক্ষ কোটিতে! নেপথ্যে কোন রহস্য?
বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরাইন জুড়ে হাবিবের ওই সংস্থার নামে ২২টি হাসপাতাল এবং ২২টি ওষুধের দোকান রয়েছে। তৈরি হচ্ছে আরও ১০টি হাসপাতাল।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ০৮:৪১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
বৃহস্পতিবার লক্ষ্মীবার। আর ওই দিনেই বিপুল পরিমাণ লক্ষ্মীলাভ হল সৌদি আরবের এক চিকিৎসকের।
০২১৬
এক দিনে এক ধাক্কায় এত টাকা ওই চিকিৎসক রোজগার করেছেন যে, আরবের বিত্তশালীদের তালিকায় নাম ঢুকে পড়েছে তাঁর।
০৩১৬
কিন্তু কী ভাবে এত টাকার মালিক হলেন ওই চিকিৎসক? বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকের লক্ষ্মীলাভের রহস্য লুকিয়ে শেয়ার বাজারে।
০৪১৬
প্রতিবেদন অনুযায়ী, ওই চিকিৎসকের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি সংস্থা রয়েছে। শেয়ার বাজারেও ওই সংস্থা তালিকাভুক্ত।
শেয়ারের বর্তমান মূল্য অনুযায়ী, চিকিৎসকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২০০ কোটি ডলার। টাকার হিসাবে তা প্রায় লক্ষ কোটি।
০৭১৬
আরবের ওই চিকিৎসকের নাম সুলেমান আল হাবিব। বিপুল মুনাফার মুখ দেখা ওই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সংস্থা তিনিই প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওই সংস্থার ৪০ শতাংশের মালিক তিনি।
০৮১৬
ব্লুমবার্গ ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে একপ্রকার মুখ থুবড়ে পড়ছিল হাবিবের ওই সংস্থা। শেয়ারের দর হু হু করে কমতে শুরু করে।
০৯১৬
কিন্তু বৃহস্পতিবার সেই ছবি বদলে যায়। এক ধাক্কায় শেয়ারের দর বেড়ে গিয়েছে ৩০ শতাংশ।
১০১৬
আরবের কোনও রাজপরিবারের সদস্য না হওয়া সত্ত্বেও সম্পত্তির কারণে সত্তরোর্ধ্ব হাবিবের সম্পত্তির পরিমাণ এখন রাজারাজড়াদের মতোই।
১১১৬
২০২০ সালে হাবিবের সংস্থা শেয়ার বাজারের তালিকাভুক্ত হওয়ার পর থেকে এই প্রথম তিনি এত লাভ করেছেন।
১২১৬
বর্তমানে আরব তথা বিশ্বের ধনকুবের চিকিৎসক হাবিব ১৯৯৩ সালে স্বাস্থ্য পরিষেবা সংস্থা শুরু করেন।
১৩১৬
বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরাইন জুড়ে হাবিবের ওই সংস্থার নামে ২২টি হাসপাতাল এবং ২২টি ওষুধের দোকান রয়েছে। তৈরি হচ্ছে আরও ১০টি হাসপাতাল। রিয়েল এস্টেট ব্যবসাতেও বহু কোটির বিনিয়োগ রয়েছে হাবিবের।
১৪১৬
১৯৭৭ সালে রিয়াধের ‘কিং সৌদ ইউনিভার্সিটি’ থেকে ডাক্তারি পাশ করেন হাবিব। পরে উচ্চশিক্ষার জন্য ‘ব্রিটিশ রয়্যাল কলেজ অফ ফিজ়িশিয়ান’-এ ভর্তি হন।
১৫১৬
পড়াশোনা শেষ করে রিয়াধের দু’টি সরকারি হাসপাতালে ‘চিফ মেডিকেল অফিসার’ হিসেবে যোগ দেন।
১৬১৬
ব্লুমবার্গ ইনডেক্স অনুযায়ী, বর্তমানে পৃথিবীর ধনী চিকিৎসকদের তালিকায় হাবিব রয়েছেন পঞ্চম স্থানে।