Anandabazar Online reports the results of significant key candidates and their constituencies dgtl
Lok Sabha Election Results 2024
হাসি চওড়া হল কাদের? গোমড়া হল কাদের মুখ? কেমন ফল করলেন আনন্দবাজার অনলাইনের নজরবন্দি ৪৯ তারকা?
নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কার কেমন ফল হল লোকসভা নির্বাচনে?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ০৮:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৫০
দেশে লোকসভা আসনের সংখ্যা ৫৪৩। সেই আসনে ৪৯ জন প্রার্থীর উপর নজর ছিল আনন্দবাজার অনলাইনের। তাঁরা কেমন ফল করলেন? কত জন জয়ী হলেন আর কত জন পরাজিত?
০২৫০
তালিকায় প্রথম নরেন্দ্র মোদী। ২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালেও উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। জয়ের হ্যাটট্রিকও করে ফেললেন মোদী।
০৩৫০
মোদীর ‘ডানহাত’ বলে পরিচিত তিনি। মন্ত্রিসভাতেও দ্বিতীয়। দেশের বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়ছেন গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে। গত বার গান্ধীনগর থেকে ৫ লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন। এ বারও জয়ী তিনি।
০৪৫০
রাহুল গান্ধী এ বার লড়েছেন দু’টি আসনে। কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী আসনে। এই রায়বরেলী আসনে সাংসদ ছিলেন সনিয়া গান্ধী। দু’টি আসনেই জয়ী রাহুল।
০৫৫০
বহরমপুরে এ বার প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। নজর ছিল তাঁর উপরেও। ১৯৯৯ সাল থেকে ওই আসনে কংগ্রেসের টিকিটে জিতছেন অধীর। কিন্তু এ বার ব্যর্থ হলেন। হেরে গেলেন অধীর।
০৬৫০
ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ এবং ২০১৯ সালেও ওই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন অভিষেক। এ বারও জয়ের ধারা অব্যাহত। তৃতীয় বার ওই কেন্দ্র থেকে জিতে সাংসদ হলেন অভিষেক।
০৭৫০
২০১৯ সালে নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতেছিলেন মহুয়া মৈত্র। গত ডিসেম্বরে বহিষ্কৃত হন তিনি। ২০২৪ সালের ভোটে ওই আসনেই ফের প্রার্থী মহুয়া। জয়ী এ বারও।
০৮৫০
মুর্শিদাবাদে সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম। ২০১৯ সালে রায়গঞ্জে প্রার্থী হয়ে হেরেছিলেন তিনি। এ বারের লোকসভা নির্বাচনেও পরাজিত তিনি।
০৯৫০
বালুরঘাটে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিও বটে। ২০১৯ সালেও ওই আসন থেকে জিতেছিলেন তিনি। জয়ী হয়েছেন।
১০৫০
বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছিলেন। এ বার হেরে গেলেন।
১১৫০
লখনউ থেকে বিজেপির প্রার্থী রাজনাথ সিংহ। দেশের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। লখনউ কেন্দ্র থেকে জয়ী তিনি।
১২৫০
স্মৃতি ইরানি প্রার্থী উত্তরপ্রদেশের অমেঠীতে। ওই কেন্দ্রেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হারিয়েছিলেন রাহুল গান্ধীকে। এ বারও তিনিই প্রার্থী হয়েছিলেন সেখানে। যদিও জিততে পারেননি।
১৩৫০
কনৌজ থেকে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি সমাজবাদী পার্টির প্রধানও। জয়ী হয়েছেন তিনি।
মানেকা গান্ধী প্রার্থী উত্তরপ্রদেশের সুলতানপুরে। বিজেপির টিকিটে ভোটে লড়েছেন তিনি। যদিও তাঁর পুত্র বরুণ গান্ধীকে এ বার টিকিট দেয়নি বিজেপি। হেরে গিয়েছেন।
১৬৫০
ঘাটালে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী, যিনি পরিচিত দেব নামে। নায়ক দেব ২০১৪ এবং ২০১৯ সালে ওই আসন থেকে জিতেছেন। এ বারও বজায় থাকল জয়ের ধারা। আবার সাংসদ হলেন দেব।
১৭৫০
বসিরহাটে বিজেপির প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালিতে প্রতিবাদের অন্যতম ‘মুখ’ ছিলেন তিনি। জয়ী হতে পারেননি রেখা।
১৮৫০
ব্যারাকপুরে বিজেপির প্রার্থী অর্জুন সিংহ। তিনি ভোটের আগে টিকিটের জন্য ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। যদিও জয় অধরাই থাকল।
১৯৫০
হুগলিতে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ২০১৯ সালের নির্বাচনেও ওই আসন থেকে জিতেছিলেন তিনি। তবে এ বার জয় অধরাই থাকল।
২০৫০
কোচবিহারে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। গত বার ভোটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। এ বার যদিও জিততে পারেননি। তৃণমূলের জগদীশ বসুনিয়ার কাছে পরাজিত।
২১৫০
যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। এই প্রথম বার লোকসভা ভোটে লড়েছেন তিনি। প্রথম বার লড়েই জিতেছেন ভোটে।
২২৫০
কলকাতা উত্তরে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা ভোটে ওই আসনেই প্রার্থী ছিলেন তিনি। এ বারও জয়ী।
২৩৫০
কলকাতা উত্তর আসনে বিজেপির প্রার্থী তাপস রায়। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। চলতি লোকসভা ভোটে হেরেছেন তিনি।
শতাব্দী রায় প্রার্থী হয়েছেন বীরভূমে। লড়াই করেছেন তৃণমূলের টিকিটে। ২০০৯ সাল থেকে তিনি ওই আসনের সাংসদ। এ বারও জয়ী হলেন।
২৭৫০
মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া। তিনি রাজ্যের বিধায়কও। প্রথম বার লোকসভা ভোটে লড়ে জয়ী তিনি।
২৮৫০
মেদিনীপুরে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনিও রাজ্যের বিধায়ক। তবে সাংসদ হচ্ছেন না। পরাজিত হয়েছেন তিনি।
২৯৫০
সৌগত রায় দমদমে তৃণমূলের প্রার্থী। চার বার সাংসদ হয়েছেন তিনি। এ বারও জয়ী হয়েছেন। পঞ্চম বার যাচ্ছেন সংসদে।
৩০৫০
বারাসতে তৃণমূলের প্রার্থী হলেন কাকলি দস্তিদার। ওই আসনে গত বারও জিতেছিলেন তিনি। জয়ের ধারা বজায় রইল। জয়ী এ বারও।
৩১৫০
কলকাতা দক্ষিণে তৃণমূলের প্রার্থী মালা রায়। তিনি ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ। এ বারও ওই আসন থেকে জয়ী হয়েছেন।
৩২৫০
শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বারও জয়ী হয়েছেন তিনি। এই নিয়ে টানা চার বার ওই কেন্দ্রের সাংসদ হলেন তিনি।
৩৩৫০
দমদমে সিপিএমের প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি যাদবপুরের প্রাক্তন সাংসদ ছিলেন। এ বার ভোটে পরাজিত।
৩৪৫০
হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ভোটের ময়দানে ‘দিদি নম্বর ১’-শোয়ের সঞ্চালিকা তথা নায়িকা। প্রথম বারই জয়ী হলেন।
৩৫৫০
মালদহ দক্ষিণে কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরী। তিনি জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গে এই একটিই আসন কংগ্রেস পেয়েছে।
৩৬৫০
ঘাটাল লোকসভা আসনে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। অতীতে তৃণমূলে ছিলেন তিনি। পরে যোগ দেন বিজেপিতে। এখন তিনি সে দলের বিধায়ক। তবে সংসদে যাওয়া হচ্ছে না হিরণের। পরাজিত হয়েছেন তিনি।
৩৭৫০
হাওড়া লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বিদায়ী সাংসদও। এ বারও ওই আসনে জয়ী তিনি।
৩৮৫০
বহরমপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। প্রথম বার লড়াই করে জয়ী ‘পিঞ্চ হিটার’ ইউসুফ।
৩৯৫০
আসানসোলে বিজেপির প্রার্থী এসএস অহলুওয়ালিয়া। গত বার তিনি বর্ধমান- দুর্গাপুর আসন থেকে জয়ী হয়েছিলেন। এ বার পরাজিত।
৪০৫০
শ্রীরামপুর লোকসভা আসনে সিপিএমের প্রার্থী দীপ্সিতা ধর। জেএনইউয়ের প্রাক্তনী তিনি। এ বার পরাজিত হয়েছেন।
৪১৫০
বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে এ বার তৃণমূলের প্রার্থী কীর্তি আজ়াদ। তিনি ভারতীয় ক্রিকেট দলে খেলেছেন। এ বার খেলার পালা লোকসভায়। জয়ী হয়েছেন তিনি।
৪২৫০
যাদবপুর লোকসভা আসনে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিঙ্গুর আসনে লড়েছিলেন। হেরেছিলেন। লোকসভা নির্বাচনে তিনি পরাজিত।
৪৩৫০
তমলুকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। লোকসভা ভোটে লড়াই করে জয়ী হয়েছেন তিনি।