All you need to know about Tajikistani singer Abdu Rozik dgtl
Abdu Rozik
রাস্তায় গান গেয়ে রোজগার করতেন, রিকেট আক্রান্ত আবদু লড়াইয়ে চ্যালেঞ্জ জানান এমএমএ যোদ্ধাকে
তাজিকিস্তানে র্যাপ গায়ক হিসাবে জনপ্রিয়তা রয়েছে আবদুর। বিশ্বের সবচেয়ে খুদে গায়ক হিসাবে নজির রয়েছে তাঁর। মাত্র ১৯ বছর বয়সেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৬:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
চেহারা ছোটখাটো। তবে মেজাজ প্রাণবন্ত। বিতর্কিত টেলিভিশন শো ‘বিগ বস্’-এ এসে নিজের হাসিখুশি স্বভাব এবং দুষ্টুমির জেরে সঞ্চালক সলমন খান-সহ বাকি প্রতিযোগীদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি আবার তাঁকে দেখা যাচ্ছে বিগ বসের ওটিটি পর্বে। ভারতীয় না হওয়া সত্ত্বেও তিনি এখন দেশবাসীর ঘরের ছেলে হয়ে উঠেছেন। তিনি আবদু রজিক।
০২২০
পেশায় গায়ক আবদু তাজিকিস্তানের বাসিন্দা। তাঁর আসল নাম মহম্মদরোজিকি সাভরিকুল।
০৩২০
তাজিকিস্তানে র্যাপ গায়ক হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে আবদুর। বিশ্বের সবচেয়ে খুদে গায়ক হিসাবে নজির রয়েছে তাঁর। মাত্র ১৯ বছর বয়সেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
০৪২০
২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর তাজিকিস্তানের পাঞ্জাকেন্টের গিজদারভাতে এক মুসলিম পরিবারে আবদুর জন্ম। তাঁর বাবার নাম সাভারিকুল মহম্মদ এবং মায়ের নাম রুহ আফজা। আবদুর বাবা এবং মা— উভয়েই পেশায় মালি। আবদু ছাড়াও দম্পতির দুই পুত্র এবং দুই কন্যাসন্তান রয়েছে।
০৫২০
আবদু ছোটবেলা থেকেই ‘রিকেট’ (ভিটামিন ডি’র অভাবে শিশুদের এক ধরনের রোগ। যার ফলে উচ্চতা বাড়ে না) রোগে আক্রান্ত।
০৬২০
‘রিকেট’ রোগে হরমোনের ঘাটতি দেখা যাওয়ার কারণে শরীরের বৃদ্ধি থমকে যায়। অর্থাভাবের কারণে আবদুর মা-বাবার সামর্থ্য ছিল না যথাযথ চিকিৎসা করানোর। খুব কম বয়সে পড়াশোনাও ছাড়তে হয় তাঁকে।
০৭২০
টাকা রোজগারের জন্য অল্প বয়স থেকেই পাঞ্জাকেন্টের রাস্তায় গান গেয়ে বেড়াতেন আবদু। ২০১৯ সালে তিনি তাজিক র্যাপার তথা ব্লগার ব্যারন (বেহরুজ)-এর নজরে আসেন।
০৮২০
আবদুকে আর্থিক সহায়তা করার পাশাপাশি পেশাদার গায়ক হওয়ারও পরামর্শ দেন ব্যারন। এমনকি, আবদুর বাবার কাছে অনুমতি নিয়ে তিনি আবদুকে গান গাওয়ানোর জন্য দুবাই নিয়ে যান। এর পর আর আবদুকে ফিরে তাকাতে হয়নি।
০৯২০
ইতিমধ্যেই তাজিকিস্তানে অনেকগুলি গান গেয়ে ফেলেছেন আবদু। যার মধ্যে ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’ এবং ‘মোদার’ জনপ্রিয়।
১০২০
২০২১ সালে অরিজিৎ সিংহের গাওয়া একটি গান নতুন করে গেয়ে সমাজমাধ্যমে আপলোড করেন আবদু। তার পর থেকে তিনি ভারতেও জনপ্রিয় হতে শুরু করেন।
১১২০
২০২২ সালে আবুধাবিতে হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের জন্য আবদুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তিনি একটি গান গেয়ে সলমনকে উৎসর্গ করেছিলেন।
১২২০
২০২১ সালে রাশিয়ার এমএমএ ফাইটার হাসবুল্লা ম্যাগোমেডভ লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানান আবদু। আবদুর মতো হাসবুল্লাও বামন। কিন্তু ‘রাশিয়ান ডোয়ার্ফ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন (আরডিএএ)’ এই লড়াইয়ের অনুমোদন দেয়নি।
১৩২০
২০২২ সালের অক্টোবরে ‘বিগ বস্’-এর ১৬ নম্বর সিজ়নে অংশগ্রহণ করেছিলেন আবদু। ‘বিগ বস্ ১৬’-এর প্রথম প্রতিযোগী হিসাবে রজিকের নাম ঘোষণা করেন স্বয়ং ‘ভাইজান’। সলমনের ছবি ‘ম্যায়নে প্যয়ার কিয়া’ ছবির ‘দিল দিওয়ানা’ গান গেয়ে মাতান রজিক। যা শুনে মুগ্ধ হয়ে যান সলমনও।
১৪২০
ইউটিউবেও যথেষ্ট জনপ্রিয় রজিক। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১৩ লক্ষ।
১৫২০
ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও জনপ্রিয়তা রয়েছে রজিকের। সেখানে তাঁর ফলোয়ারের সংখ্যা ৪০ লক্ষেরও বেশি।
১৬২০
১৯ বছর বয়সেই তাবড় তাবড় খ্যাতনামীদের সান্নিধ্য পেয়েছেন রজিক। রণবীর সিংহ, অনুষ্কা শর্মা, শাহিদ কপূরের মতো অভিনেতার সঙ্গে তাঁর ছবি সাড়া ফেলেছে।
১৭২০
ফিল্ম দুনিয়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও খ্যাতনামীদের নয়নের মণি তিনি। রোনাল্ডোর সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। বিরাট কোহলির সঙ্গেও ফ্রেমবন্দি হয়েছেন রজিক।
১৮২০
উচ্চতা কম হলেও আবদুর স্টাইল কিন্তু কম নয়। চোখের চাহনি, মুখের হাসি— সবেতেই মাত করেছেন তাঁর অনুরাগীদের।
১৯২০
ছোটবেলায় অর্থের অভাবে চরম দারিদ্রের মধ্যে কাটাতে হলেও আবদু এখন কোটি কোটি টাকার মালিক।
২০২০
বর্তমানে ইনস্টাগ্রামের প্রতিটি পোস্ট থেকে প্রায় ২ কোটি টাকা আয় করেন তিনি। আবদুর কাছে এমন জুতোও আছে, যেগুলির মূল্য কয়েক লক্ষ টাকা।