All you need to know about shortest Indian actor Jaffer Sadiq dgtl
Jaffer Sadiq
শেষ তিন ছবির আয় ২২০০ কোটি! দক্ষিণ ভারতীয় পরিচালকদের তুরুপের তাস ‘সবচেয়ে কম উচ্চতা’র অভিনেতা
এমন এক জন অভিনেতা আছেন, যিনি প্রথম সারির তারকা না হওয়া সত্ত্বেও তাঁর অভিনীত ছবিগুলি গত দু’বছরে প্রচুর আয় করেছে। আয়ের দিক থেকে শাহরুখ অভিনীত ছবিগুলির পরেই রয়েছে এই অভিনেতার অভিনয় করা ছবিগুলি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১৫:৫১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
যদি জিজ্ঞাসা করা হয় যে বক্স অফিসের নিরিখে গত দু’বছরে সবচেয়ে সফল অভিনেতা কে, তা হলে শাহরুখ খান, যশ, রজনীকান্ত বা রাম চরণের নাম আসতে পারে।
০২১৩
শাহরুখের ‘জওয়ান’, রামচরণের ‘আরআরআর’ হোক বা যশের ‘কেজিএফ-২’— প্রতিটি ছবিই ব্যাপক সাফল্য পেয়েছে। বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করেছে ছবিগুলি।
০৩১৩
কিন্তু এমনও এক জন অভিনেতা আছেন যিনি প্রথম সারির তারকা না হওয়া সত্ত্বেও তাঁর অভিনীত ছবিগুলি গত দু’বছরে প্রচুর আয় করেছে। আয়ের দিক থেকে শাহরুখ অভিনীত ছবিগুলির পরেই রয়েছে এই অভিনেতার অভিনয় করা ছবিগুলি।
০৪১৩
তিনি জাফর সাদিক। ২৭ বছর বয়সি জাফর বর্তমানে দক্ষিণ ভারতের তরুণ পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেতা।
০৫১৩
২০২২ সাল থেকে বেশ কয়েকটি বড় বাজেটের ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জাফর। অভিনেতার শেষ তিনটি ছবি হল ‘বিক্রম’, ‘জেলর’ এবং ‘জওয়ান’। এই তিনটি ছবিই বক্স অফিসে বিপুল টাকা আয় করেছে।
০৬১৩
এই তিনটি ছবি মিলিয়ে মোট আয় হয়েছে ২২০০ কোটি টাকা। যা শাহরুখ ছাড়া অন্য যে কোনও ভারতীয় অভিনেতার শেষ তিনটি ছবির মোট আয়ের থেকে বেশি।
০৭১৩
জাফরকে ভারতের ‘সবচেয়ে কম উচ্চতা’র অভিনেতা বলেও মনে করা হয়। জাফরের উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। অভিনেতা রাজপাল যাদবের উচ্চতা ৫ ফুট। জাফরের উচ্চতা তাঁর থেকেও খানিকটা কম।
০৮১৩
জাফরের জন্ম ১৯৯৫ সালে। অভিনয়ে হাতেখড়ির আগে এক জন নৃত্যশিল্পী এবং কোরিয়োগ্রাফার হিসাবেও কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন তিনি।
০৯১৩
দু’-তিন বছরের সংক্ষিপ্ত কর্মজীবনে জাফর গ্যাংস্টার এবং খলনায়কের সঙ্গীর চরিত্রেই বেশি অভিনয় করেছেন। চরিত্রগুলি করে তিনি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন।
১০১৩
২০২০ সালে তামিল ওয়েব সিরিজ় ‘পাভা কাধাইগল’-এ অভিনয় করে প্রথম নজরে আসেন জাফর। ২০২২ সালে কমল হাসন অভিনীত ‘বিক্রম’ ছবিতে অভিনয় করে তিনি আরও জনপ্রিয় হয়ে যান। বক্স অফিস থেকে ‘বিক্রম’ প্রায় ৫০০ কোটি টাকা আয় করেছিল।
১১১৩
২০২২ সালে তামিল ছবি ‘ভেন্ধু থানিন্দাথু কাডু’ এবং ‘শয়তান’ ওয়েব সিরিজ়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন জাফর।
১২১৩
২০২৩ সাল রজনীকান্ত অভিনীত ‘জেলার’ এবং শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এই দু’টি ছবির আয় ছিল যথাক্রমে ৬০৭ কোটি এবং ১,১৪৭ কোটি টাকা।
১৩১৩
‘বিক্রম’, ‘জেলার’ এবং ‘জওয়ান’— এই তিন ছবির মোট আয় প্রায় ২২০০ কোটি টাকা। ২০২৪ সালেও বেশ কয়েকটি বড় বাজেটের ছবি হাতে রয়েছে জাফরের।