প্রথম দৃশ্য: ডিমের ওমলেট বানানো হবে বলে একের পর এক ডিম ফাটানো হচ্ছে। কিন্তু হঠাৎ রাঁধুনির হাতে এমন একখানা ডিম এসে পড়ে যে, তা কিছুতেই ফাটানো যাচ্ছে না। হাতুড়ি দিয়েও ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন রাঁধুনি। হাত থেকে ডিমটি পিছলে একটি কলসিতে লাগে। সেই আঘাতে ডিম না ভাঙলেও কলসিটি ফুটো হয়ে যায়। সন্দেহ হওয়ায় রাঁধুনিটি উপরের তাকে চেয়ে দেখেন, একটি মুরগি ফেভিকলের কৌটোয় রাখা দানা খাচ্ছে।
দ্বিতীয় দৃশ্য: নদীর ধারে বসে এক ব্যক্তি ছিপ ফেলে মাছ ধরছিলেন। তাঁর পাশে হঠাৎ আর এক জন এসে বসলেন। কিন্তু তাঁর কাণ্ডকারখানা দেখে অবাক হয়ে যান প্রথম ব্যক্তি। একটি সরু কাঠিতে ফেভি কুইক লাগিয়ে তা জলের মধ্যে ডুবিয়ে দিলেন দ্বিতীয় জন। সঙ্গে সঙ্গে কাঠির মধ্যে এসে জুড়ে পড়ল নদীর মাছ। পাশে যে ব্যক্তি ছিপ নিয়ে অনেক ক্ষণ মাছ ধরার অপেক্ষায় বসেছিলেন, তিনি থতমত খেয়ে যান। এই বিজ্ঞাপনগুলি দর্শকের আজও মনে রয়েছে। কিন্তু ফেভিকল, ফেভি কুইকের মতো পণ্য বিক্রয়কারী সংস্থার প্রতিষ্ঠাতা যিনি, তাঁর কেরিয়ারের পরতে পরতে ছিল বাধা। কিন্তু সব বাধা অতিক্রম করে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন বলবন্ত পারেখ।