সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘আইসি ৮১৪: দ্য কন্দহর হাইজ্যাক’। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪ বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে তৈরি এই সিরিজ় ইতিমধ্যেই হইচই ফেলেছে। জড়িয়েছে বিতর্কেও। বিতর্ক জঙ্গিদের কোড নাম ব্যবহার করা নিয়ে। এই বিষয়ে নেটফ্লিক্সের কাছে জবাব তলব করেছে কেন্দ্র। নেটফ্লিক্স জানিয়েছে, তারা ওই হাইজ্যাকারদের আসল নাম এবং কোড নাম সিরিজ়ে যোগ করবে।