বলিউড সিনেমাজগতে তারকারা একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিলেও সিনেমায় কাজ করার ক্ষেত্রে অভিনেত্রীদের ক্ষোভ লক্ষ করা যায়। কখনও সহ-অভিনেতাদের চেয়ে পারিশ্রমিক কম পান বলে অভিযোগ করেছেন, আবার কখনও অভিনেতাদের সঙ্গে বয়সের পার্থক্যবিশেষে নির্দিষ্ট চরিত্রে অভিনয় করার বিষয়েও সরব হতে দেখা গিয়েছে বি-টাউনের অভিনেত্রীদের।
সম্প্রতি সলমন খান ও অক্ষয় কুমারকে নিয়ে বলিউডে কানাঘুষো শোনা যায়, তাঁদের বয়স বাড়লেও এখনও তাঁরা বড়পর্দায় নবীন নায়কদের চরিত্রই পেয়ে থাকেন। কিন্তু তাঁরা যে সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন, তাঁরা অনেক কম বয়সি। বলিউডের ‘খিলাড়ি’ই হোক বা ‘ভাইজান’— এই অভিনেতাদের সমবয়সি অভিনেত্রীদের এখন বড়পর্দায় অধিকাংশ ক্ষেত্রে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যায়, যাতে বয়সের ছাপ স্পষ্ট ফুটে ওঠে।