Advertisement
২১ নভেম্বর ২০২৪
Puja Banerjee

টেকেনি প্রথম বিয়ে, মা হওয়ার পর আবার বিয়ে করে কটাক্ষের শিকার হয়েছিলেন এই বাঙালি নায়িকা

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় পূজা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুরাগীর সংখ্যাও খুব একটা কম নয়। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা পেরিয়েছে ২২ লক্ষের গণ্ডি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩১
Share: Save:
০১ ১৯
Puja Banerjee

সামাজিক বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন বলে অতিমারির সময় থেকেই চর্চায় ছিলেন বলিউড-টলিউডের অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালের মার্চ মাসে দীর্ঘকালীন প্রেমিক কুণাল বর্মার সঙ্গে আইনি বিয়ে করেছিলেন পূজা। সেই আইনি বিয়ের ৬ মাস পরেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

ছবি: ফেসবুক

০২ ১৯
Puja Banerjee

অবশেষে পূজা এবং কুণাল ২০২১ সালের ১৬ নভেম্বর বিবাহের প্রচলিত রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন। বিয়ের সময় পূজার পুত্রের বয়স ১ বছর ছিল। তা নিয়েও কটাক্ষের শিকার হতে হয় পূজাকে। পুত্রের সামনে বিয়ে করছেন বলে অভিনেত্রীর চরিত্র বিশ্লেষণ করতেও পিছপা হননি নেটপাড়ার একাংশ।

ছবি: ফেসবুক

০৩ ১৯
Puja Banerjee

পূজা বরাবর স্পষ্টবক্তা। নিজের মতামত, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে দ্বিধাবোধ করেন না কখনওই। একটি টক শোয়ে এসে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেন পূজা। সেই অনুষ্ঠানে এসে তিনি জানান, কুণালকে বিয়ে করার আগে দু’জনের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু অভিনেত্রীর জীবনে প্রথম প্রেম কুণাল নন। সে কথা জানান পূজা নিজেই।

ছবি: ফেসবুক

০৪ ১৯
Puja Banerjee

পূজা আরও জানান, তাঁর জীবনের প্রথম প্রেমের সঙ্গে সারা জীবন কাটাবেন বলে ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

ছবি: ফেসবুক

০৫ ১৯
Puja Banerjee

জীবনের প্রথম প্রেম। ভালবাসার সাগরে যেন ডুবে ছিলেন পূজা। প্রেমিককে জীবনের ধ্যান-জ্ঞান হিসাবে মেনে নিয়েছিলেন তিনি। তাই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা। দু’জনে কলকাতা থেকে পালিয়ে মুম্বই চলে যান।

ছবি: ফেসবুক

০৬ ১৯
Puja Banerjee

কিন্তু মুম্বই পৌঁছনোর পর পূজা এবং তাঁর প্রেমিকের মধ্যে প্রায়শই মতবিরোধ, অশান্তি হত বলে দাবি অভিনেত্রীর। ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করেন তাঁরা।

ছবি: ফেসবুক

০৭ ১৯
Puja Banerjee

পরিবার, বন্ধুবান্ধবদের ফেলে এসে যে মানুষটির সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন পূজা, সেই মানুষটিই তাঁর কাছে অচেনা হয়ে ওঠেন। সম্পর্ক বাঁচানোর হাজারো চেষ্টা করলেও দু’জনেই ব্যর্থ হন। শেষ পর্যন্ত আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা।

ছবি: ফেসবুক

০৮ ১৯
Puja Banerjee

টক শোয়ে এসে পূজা জানান, বাড়ি থেকে পালিয়ে এসে বাবা-মাকে খুব কষ্ট দিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে যাওয়ার কোনও রাস্তা ছিল না। মুম্বইয়ে ওই অচেনা পরিবেশে একা থাকতে শুরু করেন তিনি।

ছবি: ফেসবুক

০৯ ১৯
Puja Banerjee

২০০৭ সালে অর্ণয় চক্রবর্তীকে বিয়ে করেছিলেন পূজা। ৬ বছর একসঙ্গে ঘর করার পর ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

ছবি: ফেসবুক

১০ ১৯
Puja Banerjee

কিন্তু মুম্বইয়ে থাকাকালীন পূজা তাঁর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন। অভিনেত্রী হিসাবে সফল হয়ে বাবা-মায়ের গর্বের কারণ হয়ে দাঁড়াবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন তিনি। ১৫ বছর বয়সে একটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি।

ছবি: ফেসবুক

১১ ১৯
Puja Banerjee

এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, ‘এসকেপ ফ্রম তালিবান’ ছবিতে মণীষা কৈরালার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তথ্যচিত্র ঘরানার এই ছবিটি যিনি পরিচালনা করেছিলেন, তিনি পূজার বাবার বন্ধু। পরিচালক নিজেই পূজাকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব জানান।

ছবি: ফেসবুক

১২ ১৯
Puja Banerjee

এর পর হিন্দি ধারাবাহিকে কাজ করতে শুরু করেন পূজা। ২০১১ সালে ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু প্রথমে তাঁকে সতী চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে, মৌনী রায় এই চরিত্রে অভিনয় করেন।

ছবি: ফেসবুক

১৩ ১৯
Puja Banerjee

তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল পূজাকে। ২০১১ সালে ‘বীরু থেড়া’ ছবিতে কাজ করেছিলেন তিনি। একই বছর হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা ছবিতেও অভিনয় করেন পূজা।

ছবি: ফেসবুক

১৪ ১৯
Puja Banerjee

তার পর আর ফিরে তাকাতে হয়নি পূজাকে। একের পর এক বাংলা ছবিতে অভিনয় করতে থাকেন তিনি। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন পূজা।

ছবি: ফেসবুক

১৫ ১৯
Puja Banerjee

‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস বাঁচাও’ রিয়্যালিটি শোয়ে কাজ করেছিলেন পূজা। ২০১৬ সালে ‘কুবুল হ্যায়’, ‘রাজিয়া সুলতান’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

ছবি: ফেসবুক

১৬ ১৯
Puja Banerjee

২০১৬ সালে ‘বিগ বস বাংলা’য় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন পূজা। বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসাবে কাজ করেছেন তিনি। এ ছাড়া নামী পত্রিকার প্রচ্ছদের জন্য ফোটোশুটও করেছেন পূজা।

ছবি: ফেসবুক

১৭ ১৯
Puja Banerjee

২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘তুঝ সঙ্গ প্রীত লগাই সজনা’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে পূজার সহঅভিনেতা ছিলেন কুণাল। শুটিং সেটেই দু’জনের পরিচয়। সেই আলাপ গড়ায় প্রেমে। ৯ বছর সম্পর্কে থাকার পর গাঁটছড়া বাঁধেন পূজা এবং কুণাল।

ছবি: ফেসবুক

১৮ ১৯
Puja Banerjee

২০২০ সালে বিয়ে করার পর অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নেন পূজা। দু’বছর পর ফিরে এসে হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে নামেন তিনি। ‘অনুপমা: নমস্তে আমেরিকা’ ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

ছবি: ফেসবুক

১৯ ১৯
Puja Banerjee

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় পূজা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুরাগীর সংখ্যাও খুব একটা কম নয়। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা পেরিয়েছে ২২ লক্ষের গণ্ডি।

ছবি: ফেসবুক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy