Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Elon Musk

Natasha Bassett: চারিদিকে গুঞ্জন, এই তনয়া নাকি ইলন মাস্কের নতুন বান্ধবী! কে তিনি?

সম্প্রতি ইলন মাস্ককে লস অ্যাঞ্জেলসে নিজের ব্যক্তিগত বিমান থেকে নামার সময় এক ‘রহস্যময়ী’র সঙ্গে দেখা যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৬
Share: Save:
০১ ১৫
টেসলা কর্ণধার ইলন মাস্ক ফের খবরের শিরোনামে। কোনও নতুন প্রযুক্তি বা টুইট করার জন্য নয়। এ বারের কারণ তাঁর নতুন বান্ধবী।

টেসলা কর্ণধার ইলন মাস্ক ফের খবরের শিরোনামে। কোনও নতুন প্রযুক্তি বা টুইট করার জন্য নয়। এ বারের কারণ তাঁর নতুন বান্ধবী।

০২ ১৫
ইলনের সঙ্গে তাঁর স্ত্রী, কানাডিয়ান গায়কা গ্রিমসের বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। বিয়ে টিকেছিল তিন বছর। ৫০ বছর বয়সী মাস্ক তারপর থেকে কারও সঙ্গে ডেট করছেন বলে শোনা যায়নি।

ইলনের সঙ্গে তাঁর স্ত্রী, কানাডিয়ান গায়কা গ্রিমসের বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। বিয়ে টিকেছিল তিন বছর। ৫০ বছর বয়সী মাস্ক তারপর থেকে কারও সঙ্গে ডেট করছেন বলে শোনা যায়নি।

০৩ ১৫
সম্প্রতি লস অ্যাঞ্জেলসে নিজের ব্যক্তিগত বিমান থেকে নামার সময় এক ‘রহস্যময়ী’র সঙ্গে ইলন মাস্ককে দেখা যায়। মাস্কের তরফে কিছু জানা না গেলেও সংবাদ সংস্থা সূত্রে খবর, ইনিই নাকি মাস্কের নতুন বান্ধবী। নাম নাতাশা বাসেট।

সম্প্রতি লস অ্যাঞ্জেলসে নিজের ব্যক্তিগত বিমান থেকে নামার সময় এক ‘রহস্যময়ী’র সঙ্গে ইলন মাস্ককে দেখা যায়। মাস্কের তরফে কিছু জানা না গেলেও সংবাদ সংস্থা সূত্রে খবর, ইনিই নাকি মাস্কের নতুন বান্ধবী। নাম নাতাশা বাসেট।

০৪ ১৫
ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনের পর থেকেই শিরোনামে তিনি। কে এই নাতাশা বাসেট?

ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনের পর থেকেই শিরোনামে তিনি। কে এই নাতাশা বাসেট?

০৫ ১৫
২৭ বছর বয়সী নাতাশার জন্ম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। মাস্কের সঙ্গে নাম জড়ানোর আগে থেকেই তিনি একজন সফল অভিনেত্রী।

২৭ বছর বয়সী নাতাশার জন্ম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। মাস্কের সঙ্গে নাম জড়ানোর আগে থেকেই তিনি একজন সফল অভিনেত্রী।

০৬ ১৫
ছোট থেকেই অভিনয়ে হাতে খড়ি নাতাশার। মাত্র ১৪ বছর বয়সেই অস্ট্রেলীয় থিয়েটারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের জুলিয়েট চরিত্রে অভিনয় করেন। এরপরও তিনি অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে অভিনয় করেন।

ছোট থেকেই অভিনয়ে হাতে খড়ি নাতাশার। মাত্র ১৪ বছর বয়সেই অস্ট্রেলীয় থিয়েটারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের জুলিয়েট চরিত্রে অভিনয় করেন। এরপরও তিনি অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে অভিনয় করেন।

০৭ ১৫
তারপর নাতাশা চলে আসেন নিউ ইয়র্কে। সেখানকার ‘অ্যাটলান্টিক অ্যাক্টিং স্কুল’-এ পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে চলে আসেন লস অ্যাঞ্জেলসে। সেখানেই আপাতত তাঁর বসবাস।

তারপর নাতাশা চলে আসেন নিউ ইয়র্কে। সেখানকার ‘অ্যাটলান্টিক অ্যাক্টিং স্কুল’-এ পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে চলে আসেন লস অ্যাঞ্জেলসে। সেখানেই আপাতত তাঁর বসবাস।

০৮ ১৫
কর্মজীবনে সাফল্য আসে বেশ কয়েক বছর পর। ২০১৭ সালে বিতর্কিত পপ-গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনী নিয়ে তৈরি টেলিভিশন সিরিজ ‘ব্রিটনি এভার আফটার’-এ ব্রিটনির চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগয়ে দেন নাতাশা। সমালোচক মহলেও প্রশংসিত হয় তাঁর অভিনয়।

কর্মজীবনে সাফল্য আসে বেশ কয়েক বছর পর। ২০১৭ সালে বিতর্কিত পপ-গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনী নিয়ে তৈরি টেলিভিশন সিরিজ ‘ব্রিটনি এভার আফটার’-এ ব্রিটনির চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগয়ে দেন নাতাশা। সমালোচক মহলেও প্রশংসিত হয় তাঁর অভিনয়।

০৯ ১৫
২০১৬ সালে কমেডি ছবি ‘হেইল, সিজার!’-এ জর্জ ক্লুনি, স্কারলেট জোহানসন ও জশ ব্রলিনের পাশে তাঁকে অভিনয় করতে দেখা যায়। ২০২০ সালে একটি অ্যাকশন-কমেডি ছবি ‘স্পাই ইন্টারভেনশন’-এও অভিনয় করেন নাতাশা। ২০১৩ সালে ‘কাইট’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও তৈরি করেন তিনি।

২০১৬ সালে কমেডি ছবি ‘হেইল, সিজার!’-এ জর্জ ক্লুনি, স্কারলেট জোহানসন ও জশ ব্রলিনের পাশে তাঁকে অভিনয় করতে দেখা যায়। ২০২০ সালে একটি অ্যাকশন-কমেডি ছবি ‘স্পাই ইন্টারভেনশন’-এও অভিনয় করেন নাতাশা। ২০১৩ সালে ‘কাইট’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও তৈরি করেন তিনি।

১০ ১৫
‘ব্রিটনি এভার আফটার’ টেলিভিশন সিরিজে অভিনয়ই ঘুরিয়ে দেয় তাঁর কর্মজীবনের মোড়। আমেরিকান গায়ক এলভিস প্রেসলির বায়োপিকেও দেখা যাবে নাতাশাকে। এলভিসের প্রথম বান্ধবী ডিক্সি লকির চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটিতে অস্টিন বাটলার, টম হ্যাঙ্কসের মতো অভিনেতারাও রয়েছেন। পরিচালনায় বাজ লুহরমান্‌। ২০২২-র জুন মাসে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।

‘ব্রিটনি এভার আফটার’ টেলিভিশন সিরিজে অভিনয়ই ঘুরিয়ে দেয় তাঁর কর্মজীবনের মোড়। আমেরিকান গায়ক এলভিস প্রেসলির বায়োপিকেও দেখা যাবে নাতাশাকে। এলভিসের প্রথম বান্ধবী ডিক্সি লকির চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটিতে অস্টিন বাটলার, টম হ্যাঙ্কসের মতো অভিনেতারাও রয়েছেন। পরিচালনায় বাজ লুহরমান্‌। ২০২২-র জুন মাসে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।

১১ ১৫
. অভিনয়ের পাশাপাশি হাইকিংয়ে যেতে ভালবাসেন নাতাশা। নেটমাধ্যমে তার প্রমাণও রয়েছে। আমেরিকার বিখ্যাত সব ট্যুরিস্ট স্পটে হাইকিংয়ে গিয়েছেন নাতাশা। যার মধ্যে অন্যতম গ্র্যান্ড ক্যানিয়ন এবং ন্যাশনাল পার্ক।

. অভিনয়ের পাশাপাশি হাইকিংয়ে যেতে ভালবাসেন নাতাশা। নেটমাধ্যমে তার প্রমাণও রয়েছে। আমেরিকার বিখ্যাত সব ট্যুরিস্ট স্পটে হাইকিংয়ে গিয়েছেন নাতাশা। যার মধ্যে অন্যতম গ্র্যান্ড ক্যানিয়ন এবং ন্যাশনাল পার্ক।

১২ ১৫
অভিনয়, হাইকিং ছাড়াও নানা সামাজিক বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজও করেন মাস্কের বান্ধবী। বিশ্ব উষ্ণায়ন, পশুদের ওপর অত্যাচার ইত্যাদি নানা বিষেয়ে জনগণের সচেতনতা গড়ে তোলার কাজ করে থাকেন।

অভিনয়, হাইকিং ছাড়াও নানা সামাজিক বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজও করেন মাস্কের বান্ধবী। বিশ্ব উষ্ণায়ন, পশুদের ওপর অত্যাচার ইত্যাদি নানা বিষেয়ে জনগণের সচেতনতা গড়ে তোলার কাজ করে থাকেন।

১৩ ১৫
সংবাদ সংস্থা সূত্রে আরও খবর নাতাশা ও মাস্ক নাকি বেশ কয়েক মাস ধরে একে অপরকে ডেট করছেন এবং সম্প্রতি দু’জনে একে অপরের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছেন।

সংবাদ সংস্থা সূত্রে আরও খবর নাতাশা ও মাস্ক নাকি বেশ কয়েক মাস ধরে একে অপরকে ডেট করছেন এবং সম্প্রতি দু’জনে একে অপরের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছেন।

১৪ ১৫
এখনও পর্যন্ত তিন বার বিয়ে করেছেন ইলন মাস্ক। ছয় সন্তান রয়েছে তাঁর।

এখনও পর্যন্ত তিন বার বিয়ে করেছেন ইলন মাস্ক। ছয় সন্তান রয়েছে তাঁর।

১৫ ১৫
কানাঘুষো যদি সত্যি হয়, তবে নাতাশাই ২০২১-এর সেপ্টেম্বরের পর ইলন মাস্কের নতুন বান্ধবী।

কানাঘুষো যদি সত্যি হয়, তবে নাতাশাই ২০২১-এর সেপ্টেম্বরের পর ইলন মাস্কের নতুন বান্ধবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy