![A tale of Saayoni Ghosh, TMC candidate of Jadavpur and her relation with Mamata Banerjee and Abhishek Banerjee](https://assets.telegraphindia.com/abp/2024/May/1716891857_2-2024-05-28t154752-360.jpg)
সাদা শাড়িই মমতার চেনা সাজ। সাদা খোল, সরু একরঙা পাড়, এমন শাড়িতেই সাধারণত দেখা যায় তাঁকে। নীল তাঁর প্রিয় রং। ফলে শাড়ির পাড়ের রং অধিকাংশ সময়েই নীল। কখনও আবার সবুজ। কদাচিৎ মাটি বা অন্য রং। ইদানীং প্রায় একই সাজে দেখা যায় সায়নীকেও। তা দলীয় বৈঠকই হোক বা জনসভা। তৃণমূলের ‘জনগর্জন’ সভাতেও অভিনেত্রীর পরনে ছিল লাল, সবুজ পাড়ের সাদা সুতির শাড়ি। তার সঙ্গে মাথায় উঁচু করে খোঁপা, কপালে কালো টিপ।