শুক্রবার অর্থাৎ ২৮ অক্টোবরের ঘটনা। রাজধানীর বুকে ১৭ বছর বয়সি মনোজকুমার নেগিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে দুই নাবালক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১১:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
শুক্রবার, ২৮ অক্টোবর। রাজধানীর বুকে ঘটে এক মর্মান্তিক ঘটনা। বোনকে যৌন হেনস্থা করার প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হল এক ১৭ বছরের কিশোরকে। বাড়ির কাছেই ছুরি দিয়ে কুপিয়ে মারা হল তাকে।
০২১৩
কিশোরের নাম মনোজকুমার নেগি। দিল্লির বলজিৎনগরের বাসিন্দা। ১৭ বছর বয়সি মনোজ তার বাড়িতে বাবা-মা এবং বোনের সঙ্গে থাকত।
০৩১৩
তার বোনের জীবনে এমন এক ঘটনা ঘটে যা পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। বোনকে দু’জন যৌন হেনস্থা করেছে বলে জানায় সে। এই ঘটনার প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয় মনোজ।
০৪১৩
অবশেষে সে সুযোগ মেলে। শুক্রবার কম্পিউটার ক্লাস থেকে ফেরার পথে তার বাড়ির কাছে পাটেল নগর এলাকায় দুই হেনস্থাকারীকে দেখতে পায় সে।
০৫১৩
দেখামাত্রই দু’জনের উপর ঝাঁপিয়ে পড়ে মনোজ। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
০৬১৩
এই হাতাহাতি পরে ভয়ঙ্কর রূপ নেয়। দুই হেনস্থাকারীর মধ্যে এক জন মনোজকে ছুরি দিয়ে বার বার মারার চেষ্টা করতে থাকে।
০৭১৩
কিছু ক্ষণ ধস্তাধস্তির পর মনোজকে পিছন থেকে চেপে ধরে ছুরি চালানো হয়।
০৮১৩
মেরুদণ্ডের সোজাসুজি ছুরি দিয়ে আঘাত করা হয় মনোজকে।
০৯১৩
ছুরির আঘাতে রাস্তাতেই লুটিয়ে পড়ে মনোজ। মনোজকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশকে ফোন করে।
ঘটনাস্থল থেকে পুলিশ তাকে সর্দার পাটেল হাসপাতাল নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর মারা যায় মনোজ।
১২১৩
ডেপুটি পুলিশ কমিশনার শ্বেতা চৌহান মনোজের মৃত্যুর খবর জানান। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তরা ধরাও পড়েছে। তারা দু’জনেই নাবালক বলে জানিয়েছে পুলিশ।
১৩১৩
পুলিশ কমিশনার জানান, ভারতীয় আইনবিধির ৩০২ এবং ৩৪ নং ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।