এই ২০ বছরে প্রায় ৫০ থেকে ৬০ গুণ বৃদ্ধি পেয়েছে সোনার মূল্য। বহু অর্থনীতিবিদ খানিক মজা করেই বলেন, সোনায় লগ্নির অর্থ ভবিষ্যতকে সোনায় বাঁধিয়ে রাখা। তবে সোনা মানে কি শুধুই হলুদ ধাতু? যা দিয়ে অলঙ্কার তৈরি করে সেজে ওঠা যায়! বেশ কয়েক বছর আগেও মানুষ এমনটাই মনে করতেন। তবে সে সময় পাল্টেছে। আপাদমস্তক কঠিন, জড় বস্তুর দস্তুর ছেড়ে খাতায়-কলমে ঠাঁই পেয়েছে সোনা। যা বিনিয়োগের এক মস্ত বড় মাধ্যম হয়ে উঠেছে।