Personal Finance 2023: Payment with RuPay credit card on UPI dgtl
Personal Finance 2023
ক্রেডিট কার্ড দিয়ে ইউপিআই পেমেন্ট এখন হাতের মুঠোয়!
ইউপিআই স্ট্যান্ডার্ড লেনদেনের সীমা অনুসারে এই পদ্ধতিতে লেনদেন হবে। অটোপে এবং কোনও রকম অসুবিধা হলে তার সমাধানও রয়েছে গ্রাহকদের জন্য, ইউপিআই অ্যাপে ওডিআর অথবা ইউপিআই হেল্পের মাধ্যমে।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
লেনদেনের সুবিধার্থে ইউপিআই আইডির সঙ্গে লিঙ্ক করুন রুপে ক্রেডিট কার্ড। আর ম্যানি ব্যাগ সরিয়ে রাখুন। কারণ ক্রেডিট কার্ড আর নগদ এখন আপনার মোবাইলেই।
০২১০
বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই ইউপিআই ক্রেডিট কার্ডের। সব কিছুর আগে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরের ভিত্তিতে ব্যাঙ্ক থেকে রুপে ক্রেডিট কার্ড আবেদন করে নিন। এবং ভীম অথবা অন্য কোনও ইউপিআই অ্যাপে ইউপিআই আইডির সঙ্গে লিঙ্ক করুন।
০৩১০
কার্ড লিঙ্ক করার পরে ইউপিআই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে গ্রাহকরা দোকান থেকে জিনিস কিনতে পারবেন। ইউপিআই পিন ছাড়া যেহেতু লেনদেন সম্ভব নয়, তাই এই লেনদেন তুলনামূলক ভাবে অনেক সুরক্ষিত।
০৪১০
তবে খেয়াল রাখবেন যথেচ্ছ পরিমাণে লেনদেন কিন্তু নৈব নৈব চ। ইউপিআই স্ট্যান্ডার্ড লেনদেনের সীমা অনুসারে এই পদ্ধতিতে লেনদেন হবে। অটোপে এবং কোনও রকম অসুবিধা হলে তার সমাধানও রয়েছে গ্রাহকদের জন্য, ইউপিআই অ্যাপে ওডিআর অথবা ইউপিআই হেল্পের মাধ্যমে।
টাকার অঙ্ক টাইপ করুন অথবা স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেওয়া টাকার অঙ্ক ফুটে উঠলে দেখে নিন তা সঠিক কিনা। এর পর ক্রেডিট অ্যাকাউন্ট সিলেক্ট করুন। রুপে ক্রেডিট অ্যাকাউন্ট সিলেক্ট করে ইউপিআই পিন দিতে হবে। ‘ট্রানস্যাকশন হিস্ট্রি’ মেনুতে যান। এর পর আপনার লেনদেনের তথ্য দেখে নিন।
০৭১০
ইউপিআই –তে রুপে ক্রেডিট কার্ড লিঙ্ক করবেন কী ভাবে? ভীম ইউপিআই অ্যাপ খুলে পাসকোড দিন। এর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড দু’টি অপশন পাবেন। এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করুন।
০৮১০
এর পর যে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইস্যু করছে তা বাছাই করুন। এর পর ক্রেডিট কার্ড সিলেক্ট করুন। কনফার্ম অপশনে ‘ইয়েস’ এবং ‘নো’ অপশন আসবে। ‘ইয়েস’ অপশনে ক্লিক করুন। ভিউ অ্যাকাউন্টে ক্লিক করুন। প্রয়োজনীয় সঠিক অপশন বাছাই করুন।
০৯১০
এর পর সর্বশেষ ধাপ, ‘সেট ইউপিআই পিন’ অপশনে গিয়ে ইউপিআই পিন দিন। তা হলেই ইউপিআই পিন সেট হয়ে যাবে। আপাতত মাত্র কয়েকটি ব্যাঙ্কের ইস্যু করা রুপে কার্ডই ইউপিআই-এর মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে ।
১০১০
এ ক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে। এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০০০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও বিক্রেতার জন্য নির্ধারিত খরচের উপর ছাড় মিলবে না।