হিন্দি গান গাইছেন মার্কিন অফিসাররা। টুইটার থেকে নেওয়া ছবি।
উত্সবের মরসুম শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। আর তাতে শুধু ভারতীয়রাই নয় সামিল এখানকার বিদেশিরাও। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসও সামিল এই উত্সবে। উত্সব আর ইন্দো-মার্কিন বন্ধুত্বের ছবি তুলে ধরতে তাঁরা গাইলেন সোলের ‘এ দোস্তি...’।
ভারতের মার্কিন দূতাবাসের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এক মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিয়োয় দুই মহিলা আধিকারিক ও তিন পুরুষ আধিকারিককে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর লিপে চিরন্তন বন্ধুত্বের গান, ‘এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...’ গাইতে শোনা গেল। পোস্টে হ্যাসট্যাগ ইউএস ইন্ডিয়া দোস্তি-ও লেখা হয়েছে।
শুধু শোলের গানই নয়, শাড়ি পরে আরও কয়েক জন মহিলা আধিকারিককে রোজা সিনেমার ‘ছোটি সি আশা’ এবং ‘ইয়ে জবানি হ্যায় দিবানি’ সিনেমার ‘বত্তমিজ দিল’ গাইতে দেখা গেল।
আরও পড়ুন : দুই সরীসৃপের লড়াই! গেকোর মুখ থেকে সবুজ সাপকে বাঁচিয়ে দিলেন এক ব্যক্তি!
আরও পড়ুন : ২৩ কোটি টাকার একটি মাছ, হাতে পেয়েও ছেড়ে দিলেন এক ব্যক্তি!
টুইটারে ২৯ সেপ্টেম্বর পোস্ট হওয়ার পর ইতিমধ্যেই সেটি প্রায় ১৯ হাজার মানুষ দেখে ফেলেছেন। সেই সঙ্গে প্রচুর রিটুইট ও লাইক, কমেন্ট পড়েছে।
Watch our diplostars flaunt their love for songs from Hindi movies. Which is your favorite Bollywood number? #USIndiaDosti pic.twitter.com/scTi8VS1jR
— U.S. Embassy India (@USAndIndia) September 29, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy