বন্যায় ধসে পড়ছে বাড়ি। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।
২৩ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো দেখিয়ে দিচ্ছে বন্যার ভয়াবহতা।
রবিবার রাত থেকে উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ প্রচুর বৃষ্টিপাত। আর তার জেরেই হু হু করে জল ঢুকে পড়েছে রাস্তা ঘাটে। সেই জলের স্রোতে ভেঙে পড়ছে আস্ত বাড়ি। তলিয়ে যাচ্ছে সেই জলে। আর বাড়ি ভেঙে পড়ায় তার পিছনের দিকের বড় রাস্তা, উন্মুক্ত হয়ে পড়েছে।
সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চমোলি জেলার লাঙখি গ্রামের বিকাশখণ্ড ঘাটের সামনে। এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে নয় মাসের একটি শিশু ও তার মা। ৩৫ বছেরের ওই মহিলার নাম রূপা দেবী। এক সংবাদ সংস্থার খবর অনুসারে, সে সময় তাঁরা ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে।
#WATCH House collapses as flash flood hits Vikas Khand Ghat's Lankhi village, in Chamoli, #Uttarakhand. State Disaster Response Force team has been rushed to the spot for rescue operation. pic.twitter.com/7KS2VVukcL
— ANI (@ANI) August 12, 2019
এই ঘটনার পরই সেখানে পৌঁছে গিয়েছে স্টেট জিডাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)। তারা সেখানে উদ্ধার কার্য চালাচ্ছে। ওই জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার এনকে জোশী বলেছেন, ‘‘বাঞ্জাবগড় ও লাঙখি গ্রামে সোমবার সকালে ভেসে গিয়েছে বাড়ি। এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে।’’
আরও পড়ুন: পুলিশ পথ আটকাতেই অটো থেকে বেরিয়ে এল ২৪ জন! কোথায় জানেন?
আরও পড়ুন: ইদের নামাজ শেষ হতেই কাশ্মীর ফের থমথমে, বিক্ষোভের ছবি দেখাল রয়টার্স
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy