জরিমানা হওয়ার পর রাস্তায় বসে কাঁদছেন যুবক। ছবি: টুইটার থেকে নেওয়া।
হেলমেট পরেননি। তাই ট্রাফিক পুলিশ জরিমানার চালান ধরান এক বাইক আরোহীকে। আর তার ফলে তাঁর এমন অবস্থা হয় যে এগিয়ে এসে শেষে সান্ত্বনা দিতে দেখা গেল পুলিশ কর্মীদেরই।
উত্তরপ্রদেশের মেরঠে এক বাইক আরোহী হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েন। রাস্তায় তাঁকে আটকান কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। নতুন মোটর ভেহিকল (সংশোধিত) আইন ২০১৯ মেনে বাইক আরোহীর জরিমানা করা হয়। এর পরই অস্বাভাবিক আচরণ করতে থাকেন ওই ব্যক্তি।
প্রথমে তিনি নিজেই বাইকটি উল্টে দেন, একবার নয়, দু’ বার করেন এমন। তারপর রাস্তার উপর পড়ে থাকা বাইকের উপর বসে হঠাত্ কাঁদতে শুরু করেন।
আরও পড়ুন: যাঁরা ধূমপান করেন না তাঁদের জন্য বড় সুবিধা দিচ্ছে এই কোম্পানি, পাবেন অতিরিক্ত...
গোটা এই ঘটনাটি ক্যামেরাবন্দি করে পরে টুইটারে আপলোড করা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্রন্দনরত ওই যুবককে সেখানে উপস্থিত এক পুলিশ কর্মী সান্ত্বনা দিতে এগিয়ে যাচ্ছেন। তাঁর কাঁধে হাত রেখে কিছু বোঝাচ্ছেন। রাস্তার মাঝে এই ‘নাটক’দেখার জন্য পথচারীরাও জড়ো হয়ে যান। তাঁরা গোল হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলেন, আসলে হচ্ছেটা কী।
আরও পড়ুন: দু’কোটির পোর্সা নিয়ে রাস্তায় বেরিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানার মুখে গাড়ি মালিক
ভিডিয়োটি ২৫ নভেম্বর পোস্ট হয়েছে। তবে টুইট থেকে জানা যায়নি এই কান্নাকাটির পরে বাইকআরোহীর জরিমানা মুকুব হয়েছে কিনা।
দেখুন সেই ছবি:
Agitated over traffic challan, a biker in UP's Meerut took out his anger on his motorcycle. He later sat on the fallen bike and started crying as traffic cops stood and watched the entire drama unfolding on a busy street in the city. @Uppolice pic.twitter.com/lZ8TfQYUWt
— Piyush Rai (@Benarasiyaa) November 25, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy