Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Moon

ইসরোকে উৎসর্গ করা হল মুম্বইয়ের ‘চাঁদ’!

মুম্বইয়ে ওরলিতে রয়েছে নেহরু প্ল্যানেটোরিয়াম। সেখানে দিয়ে যাওয়ার সময়ই চমকে যাচ্ছেন পথচারীরা।

মুম্বইয়ের ‘চাঁদ’। ছবি টুইটার থেকে সংগৃহীত।

মুম্বইয়ের ‘চাঁদ’। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১২:১৯
Share: Save:

মুম্বইয়ে ওরলিতে রয়েছে নেহরু প্ল্যানেটোরিয়াম। সেখানে দিয়ে যাওয়ার সময়ই চমকে যাচ্ছেন পথচারীরা। সবার চোখ পড়ছে প্ল্যানেটোরিয়ামের ছাদে থাকা ‘চাঁদ’-এর উপর। এটাই নাকি মুম্বইয়ের চাঁদ! কিন্তু চাঁদ কী মুম্বইয়ের একার?

মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য ধরা দিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ঝুলিতে। ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে আছড়ে পড়লেও ইসরোর চন্দ্রযান মিশন প্রশংসিত হয়েছে বিশ্বের বিজ্ঞানী মহলে। সেই মিশনের জন্য ইসরোকে শুভেচ্ছা জানাতেই তৈরি করা হয়েছে এই ‘চাঁদ’। তবে এই চাঁদ পৃথিবীর উপগ্রহ নয়। প্ল্যানেটোরিয়ামের মাথায় তৈরি করা ‌গম্বুজ, যা দেখতে অবিকল চাঁদের মতো।

এই গম্বুজ এমন ভাবে রঙ করা হয়েছে যা দেখতে পুরো চাঁদের মতো লাগছে। এই গম্বুজের ব্যাস ২৫.৬ মিটার। এই গম্বুজ তৈরির নক্সা করেছেন বিখ্যাত শিল্পী গুল মহম্মদ বুখারি। এই কাজে তাঁকে সাহায্য করেছেন কাদারি আলামিয়া ও মুনির আব্দুল রসুল বুখারি।

সবথেকে খুশির খবর মুম্বইয়ের এই ‘চাঁদ’ দেখতে গাঁটের কড়ি খরচা করতে হবে না সাধারণ মানুষকে। প্রত্যেকদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা অবধি বিনা পয়সায় এটি দেখতে পারবেন দর্শকরা।

দেখুন কেমন লাগছে মুম্বইয়ের ‘চাঁদ’—

The Lunar Dome at the @nehru_planetarium, Mumbai | #MooninMumbai Conceptualised by @asianpaints and @sidewaysconsulting and brought to life by @startindia, with support from the Nehru Centre, the Lunar Dome is a tribute to the Indian Space Research Organisation (ISRO) – the space agency of the government of India which has been a constant source of pride and inspiration for every Indian. Over the years, @isro.in has spearheaded several scientific breakthroughs, single-handedly placing India in an elite league of space faring nations. From discovering water on the Moon and being the first space agency in Asia to reach Mars orbit, to creating a world record for releasing the maximum number of satellites in orbit (104) in a single launch, ISRO’s numerous missions have captured the collective imagination of the nation time and again. The Lunar Dome commemorates the pride ISRO has brought to each and every Indian by soaring high and reaching for infinity and beyond in innovative ways. A white dome on the terrace of Mumbai’s Nehru Planetarium – known for its extraordinary space installations and comprehensive roster of astronomy-related events, served as the perfect setting to create a #MooninMumbai. While celebrating ISRO’s exemplary work over the years, it also stands as an emblem of all the future achievements they have in store for us as a nation. If you are in Mumbai, go check it out and let us know what you think! Mural made by @sharadart, with assistance from @alamkadari and @munir__bukhari for St+art India Foundation #startindia #asianpaints #artforall #mumbai #astronomy #nehruplanetarium #moon #lunar #moonwalk #isro #space #art #streetartglobe #contemporaryart #streetartistry #muralart #india_everyday #_coi #Culturvation #iiframe #Igramming_india

A post shared by St+art India (@startindia) on

আরও পড়ুন: কিলো ১০০ টাকা! দাম শুনে সব্জিবিক্রেতাকে পিটিয়ে মারল দুই ব্যক্তি

আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব ফেরাতেই তরুণী ও তাঁর বোনকে ছুরি চালাল যুবক!

অন্য বিষয়গুলি:

Moon Viral Video Mumbai ISRO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy