মাছ নিয়ে দোকানির সঙ্গে কাকের দরাদরি। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
বড় পাত্রের মধ্যে রাখা আছে বিভিন্ন মাপের মাছ। পাত্রের এপারে দোকানি, ওপারে বসে একটি কাক। কাকটি ওই পাত্র থেকে মাছ খাওয়ার জন্যই এসেছে।
কিন্তু ছোঁ মেরে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে না। দোকানি ছোট আকারের মাছ তুলে দিলেন ওই কাকটির মুখে। কিন্তু ছোট আকারের সেই মাছ পছন্দ নয় কাকটির। তাই সে মুখ থেকে মাছ ফেলে দিল পাত্রে। এ ভাবে বেশ কয়েকটি মাছ কাকটিকে দিলেন দোকানি।
কিন্তু মাপে অপছন্দ হলে সে খাচ্ছে না। শেষে দোকানি আগের তুলনায় বড় আকারের একটি মাছ দিলেন কাকটিকে। সেটি বেশ পছন্দ হয় কাকটির। মাছ পেয়েই মুখে নিয়ে উড়ে চলে গেল সে।
দোকানির সঙ্গে মাছ নিয়ে কাকের এই দরাদরির ঘটনাটি সম্প্রতি ঘটেছে কেরলে। আর এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।
মাছওয়ালার সঙ্গে কাকটির দরাদরির করার ক্ষমতা দেখে মোহিত নেটিজেনরা।
আরও পড়ুন: পাহাড় থেকে গড়িয়ে আসছে পাথর! মানবপ্রাচীর বানিয়ে অমরনাথ যাত্রীদের বাঁচাল সেনা
দেখুন মাছ নিয়ে কী করল কাকটি—
Super intelligent crow bargaining with a fish-seller for a bigger fish. 😀
— Geetima Das Krishna (@GeetimaK) June 30, 2019
Made me recall the childhood story of ‘thirsty crow’. Amazing! #WhatsAppForward pic.twitter.com/6PNKLsebzq
আরও পড়ুন: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে দু’বছর ধরে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত প্রিন্সিপাল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy