হিমাচলে বাদি এলাকায় পাহাড়ে ধস। ছবি: টুইটার থেকে নেওয়া।
পাহাড়ি এলাকায় বর্ষার সময় প্রায়ই ধস নামে। তবে বেশির ভাগ সময়ই তা ক্যামেরাবন্দি হওয়া সম্ভব হয় না। কিন্তু এবার এমনই একটি ধসের ছবি ধরা পড়ল ক্যামেরায়। সংবাদ সংস্থা এএনআই ভিডিয়োটি তাদের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সবুজে ঢাকা এক পাহাড়ের গা দিয়ে প্রচুর পরিমাণে মাটি, পাথর নেমে আসছে বন্যার জলের মতো। সঙ্গে বেশ কিছু গাছপালাকেও নিয়ে আসছে। এই ধসটি যেখানে নামে তার সামনে কিছু ঘরবাড়িও রেয়েছে। ক্যামেরায় সেখানে বেশি মানুষকে দেখা না গেলেও দু’ এক জনকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেই ধসের দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।
ভিডিয়োতে ঘরবাড়ির কোনও ক্ষতি হতে দেখা যায়নি। দূর থেকে কেউ গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। পরে এএনআই ভিডিয়োটি টুইট করে। এটি হিমাচল প্রদেশের বাদি এলাকার ঘটনা বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। বৃষ্টির কারণে এই ধস বলে জানানো হয়েছে। ধসে হতাহতের কোনও উল্লেখ নেই টুইটটিতে।
আরও পড়ুন: হাঙরের মুখ থেকে স্ত্রীকে বাঁচাতে কী করলেন দেখুন যুবক
আরও পড়ুন: কয়েক কোটি টাকার মার্সিডিজে সংসার পেতেছে পাখি, কী করলেন দেখুন দুবাইয়ের যুবরাজ
দেখুন সেই ভিডিয়ো:
#WATCH Himachal Pradesh: A landslide occurs at Badi area of Mandi district, following rainfall. pic.twitter.com/tGS6jMQJ09
— ANI (@ANI) August 16, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy