প্রতীকী চিত্র
ছত্তীসগড়ের রায়পুরের রাস্তায় তৈরি হল নতুন রেকর্ড। কয়েক হাজার পড়ুয়া, বিভিন্ন সমাজসেবীসংগঠনের সদস্যরা মিলে ১৫ কিলোমিটার লম্বা একটি তিরঙ্গা নিয়ে মানববন্ধন তৈরি করলেন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রবিবার এই মানববন্ধন হয়।
১৫ কিলোমিটার লম্বা তিরঙ্গা নিয়ে এই মানববন্ধনের আয়োজন করে বসুধৈব কুটুম্বকম ফাউন্ডেশন। আর বিশ্বের দীর্ঘতম তিরঙ্গার নামও উঠে গেল চ্যাম্পিয়ন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ছত্তীসগড়ের জনসংযোগ দফতরের তরফে এই খবর জানানো হয়েছে।
রায়পুরের বিভিন্ন বিদ্যালয়ের কয়েক হাজার পড়ুয়া ও ৩৫টি সমাজসেবী সংগঠন অংশ নেয় মানববন্ধনে। রায়পুরের আমাপাড়া চক থেকে পণ্ডিত রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধন তৈরি করা হয়।
আরও পড়ুন : বোনের কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করল আর এক বোন
আরও পড়ুন : লন্ডনের বিমানবন্দরে ছাদ ফুটো হয়ে নামছে বৃষ্টির ধারা, ভাবা যায়!
World's longest tiranga in our raipur! #worldslongestflag #morraipur pic.twitter.com/76ZRpGKQf8
— चाय samosa (@GV_unique) August 11, 2019
ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীর ভূপেশ বাঘেলও অনুষ্ঠানে ছিলেন। যুদ্ধে মৃত সৈনিকদের পরিবারকে তিনি সম্মানিত করেন। এই অনুষ্ঠানে ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ ও অজিত যোগীও ছাড়াও রাজ্যের মন্ত্রী বিধায়করাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা নতুন এই রেকর্ডের কথা ঘোষণা করেন। সেই সঙ্গে আয়োজকদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy