কোনও রকমে রক্ষা। ছবি: টুইটার থেকে নেওয়া।
ঝুঁকি নিতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণটাই হারাতে বসেছিলেন এক মহিলা ও এক বৃদ্ধ। রেলরক্ষী বাহিনীর এক কনস্টেবলের তত্পরতায় বেঁচে গেলেন এক মহিলা। আর এক বৃদ্ধ বেঁচে গেলেন প্ল্যাটফর্মে উপস্থিত সহযাত্রীদের সহযোগিতায়। ভুবনেশ্বর ও মুম্বইয়ের দু’টি ঘটনা ধরা পড়ল স্টেশনের নজরদারি ক্যামেরায়। সংবাদ সংস্থা এএনআই ভিডিয়ো দু’টি প্রকাশ করেছে। দু’টি ঘটনাই শনিবারের।
ভুবনেশ্বরে রেল স্টেশনের ঘটনায় দেখা যাচ্ছে, একটি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। হঠাত্ই সেই ট্রেনের দিকে ছুটে যেতে দেখা যায় এক আরপিএফ কর্মীকে। প্রথমে বিষয়টি বোঝা না গেলেও ট্রেনটি আর একটু এগোতেই দেখা যায়, এক মহিলাকে টেনে সরিয়ে আনছেন ওই আরপিএফ কর্মী।
এএনআই জানিয়েছে, ওই মহিলা চলন্ত ট্রেনে উঠতে গিয়েছিলেন। সেই সময় পড়ে যান। কোনও ভাবে চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে গলে যায় শরীরের বেশ কিছুটা অংশ। সেই অবস্থাতেই বেশ কিছুটা টানা হয়ে যান তিনি। দেখতে পেয়েই তাঁকে টেনে বের করে আনেন ওই আরপিএফ কর্মী।
আরও পড়ুন: বাঘের সঙ্গে ‘ছেলেখেলা’, চাকরি গেল দুই বনকর্মীর!
দেখুন সেই ভিডিয়ো:
#WATCH Odisha: A woman passenger fell down in the gap between platform and train while she was trying to board a running train at Bhubaneswar Railway Station today. She was rescued by an RPF constable. pic.twitter.com/Xmi8Yg6qhK
— ANI (@ANI) February 15, 2020
মুম্বইয়ের ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধকেরেল লাইন থেকে টেনে তুলছেন সেখানে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা। সেই সময় একটি ট্রেন ঢুকছে ওই লাইনেই। তবে ওই ট্রেনের চালক সম্ভবত আগেই বৃদ্ধকে এভাবে লাইন পারাপার হতে দেখতে পেয়ে গিয়েছিলেন, ট্রেন কিছুটা দূরেই দাঁড় করিয়ে দেন। ট্রেন যদি স্বাভাবিক গতিতে এগিয়ে আসত তবে ওই তাঁর প্রাণও যেতে পারত। এটি মুম্বইয়ের বাইকুল্লা স্টেশনের ঘটনা।
আরও পড়ুন: পরপুরুষদের সঙ্গে ‘সম্পর্ক’ আটকাতে স্ত্রীর গোপনাঙ্গ শক্তিশালী আঠা দিয়ে আটকানোর অভিযোগ!
দেখুন সেই ভিডিয়ো:
#WATCH Mumbai: People and security personnel at Byculla Railway Station saved a man who was crossing the railway track while a train was coming on the same track. Also, the motorman had stopped the train immediately. #Maharashtra pic.twitter.com/cGRoY9wh2L
— ANI (@ANI) February 15, 2020
দু’টি ভিডিয়োই প্রচুর ভিউ পেয়েছে। ভুবনেশ্বরের ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় ৮৩ হাজার বার দেখা হয়েছে। আর ১০ হাজার লাইক এবং প্রায় দু’ হাজার বার শেয়ার হয়েছে। মুম্বইয়ের ভিডিয়োটিও প্রচুর লাইক ও শেয়ার হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy