Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Shatrughan Sinha

বিহারের ভোটে কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার ছেলে লব

বাঁকিপুর বিধানসভাটি পটনা সাহিব লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০০৯ এবং ২০১৪-র লোকসভা ভোটে সেখান থেকে বিজেপি প্রার্থী হিসেবে জিতেছিলেন শত্রুঘ্ন।

শত্রুঘ্ন এবং লব সিনহা— ফাইল চিত্র।

শত্রুঘ্ন এবং লব সিনহা— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৭:২৬
Share: Save:

বিহারের বিধানসভা ভোটে নয়া চমক কংগ্রেসের। পটনার বাঁকিপুর কেন্দ্রে অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার ছেলে লবকে প্রার্থী করল সনিয়া গাঁধীর দল।

৩৭ বছরের লবও বলিউডের অভিনেতা। ২০১০ সালে 'সদিয়াঁ' ছবিতে প্রথম অভিনয়। ২০১৮ সালে 'পল্টন' ছবিতে সহ-অভিনেতা হিসেবেও তাঁকে দেখা গিয়েছে। তবে বাবা কিংবা বোন সোনাক্ষীর মতো পরিচিতি পাননি তিনি।

বাঁকিপুর কেন্দ্রে লবের লড়াই তিন বারের বিজেপি বিধায়ক নিতিন নবীনের সঙ্গে। ২০১৫ সালের বিধানসভা ভোটে বিহার জুড়ে ‘মহাগঠবন্ধন’ ঝড়ের মধ্যেও প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছিলেন নিতিন। বাঁকিপুরের ভোটদাতাদের মধ্যে বড় সংখ্যায় রয়েছেন উচ্চবর্ণের কায়স্থেরা। ভোটের সেই অঙ্কেই কায়স্থ লবকে কংগ্রেস প্রার্থী করেছে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের অনেকে।

বাঁকিপুর বিধানসভাটি পটনা সাহিব লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০০৯ এবং ২০১৪-র লোকসভা ভোটে সেখান থেকে বিজেপি প্রার্থী হিসেবে জিতেছিলেন শত্রুঘ্ন। ২০১৯ সালে দল বদলে কংগ্রেসের প্রার্থী হন তিনি। কিন্তু বলিউডের ‘শটগান’কে হারিয়ে দেন বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদ।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় পাকিস্তানও এগিয়ে ভারতের থেকে, মোদীকে খোঁচা রাহুলের

প্রাক্তন জেডি (ইউ) সভাপতি শরদ যাদবের মেয়ে সুভাষিনী এবং বিহার রাজনীতির ইতিহাসে একমাত্র মুসলিম মুখ্যমন্ত্রী আবদুল গফুরের নাতি আসিফকেও এ বার কংগ্রেসের টিকিটে ভোটে লড়তে দেখা যাবে। সুভাষিনী লড়ছেন মধেপুরার বিহারিগঞ্জ আসনে। আসিফ গোপালগঞ্জে।

আগামী ২৮ অক্টোবর বিহারে প্রথম দফার ভোট। তার আগে কোভিড বিধি মেনে চলছে নির্বাচনী প্রচার। বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব শুক্রবার কহালগাঁও, কইমুর, ভাবুয়া-সহ ছ’টি স্থানে জনসভা করেন। আরজেডি নেতা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ক্লান্ত হয়ে পড়েছেন। এ বার ওঁর বিশ্রাম প্রয়োজন।’’

আরও পড়ুন: পুজো জুড়ে বৃষ্টির শঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে​

অন্য বিষয়গুলি:

Shatrughan Sinha Luv Sinha Congress Bihar Election 2020 Bihar Assembly Election Bihar Sharad Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy