রাহুল গাঁধী। -ফাইল ছবি।
পূর্ব লাদাখ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পদক্ষেপের ফের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর মতে, চিনের উপর মানসিক চাপ তৈরি করার প্রয়োজন ছিল। ভারতের যে শক্তিসামর্থ আছে, সেটা চিনকে বোঝানোর দরকার ছিল। তা না করে দুর্বলতাই প্রকাশ করা হয়েছে।
লাদাখ সমস্যায় মোদী সরকারের পদক্ষেপের সমালোচনা করে এই নিয়ে তৃতীয় ভিডিয়ো প্রকাশ করলেন রাহুল। বৃহস্পতিবার।
ওই ভিডিয়োয় রাহুল বলেছেন, ‘‘চিনের উপর মানসিক চাপ তৈরি করার দরকার ছিল। ভারতের যে পর্যাপ্ত শক্তি আছে সেটা বোঝানোর প্রয়োজন ছিল। এটা বোঝাতে পারলেই চিনকে সঙ্গে নিয়ে চলা যায়। আর যদি দুর্বলতা প্রকাশ পায়, তা হলে চিন মাথায় চড়ে বসে। এটা ঠিক, চিনের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ আছে। সেটা মেটাতে হবে। তবে আমাদের পদক্ষেপও শুধরোতে হবে। বদলাতে হবে। চিন সম্পর্কে আমাদের ধারণা বদলাতে হবে।’’
আরও পড়ুন: নিশ্চিন্ত থাকা যাবে না কোভিড সেরে গেলেও
আরও পড়ুন: পুরনো রূপেই ফিরল নতুন পর্বের লকডাউনের নিয়ন্ত্রণবিধি
রাহুলের মতে, জাতীয় আবেগের কথা মাথায় না রেখে নিজের ব্যক্তিগত ভাবমূর্তি গড়ে তুলতেই বেশি ব্যস্ত হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী।
PM is 100% focused on building his own image. India’s captured institutions are all busy doing this task.
— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2020
One man’s image is not a substitute for a national vision. pic.twitter.com/8L1KSzXpiJ
চিন সম্পর্কে মোদী সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করে কংগ্রেস সাংসদ বলেছেন, ‘‘আমরা বিশ্বে একটা অগ্রগামী শক্তি হয়ে ওঠার সুযোগ হারালাম, দূরদৃষ্টির অভাবে। সুযোগটা চিন নিয়ে নিল। এটা আমাকে ক্ষিপ্ত করে তুলেছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy