Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Coronavirus

সব কিছু খুলছে, এখন আরও বেশি সাবধান থাকতে হবে, বললেন মোদী

প্রধানমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গ-ওড়িশায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০২০ ১১:২১
Share: Save:

লকডাউন-৪ এর মধ্যেই বেশ কিছু অর্থনৈতিক কাজকর্ম শুরু হয়েছিল। কাল সোমবার থেকে শুরু হচ্ছে আনলক-১। অর্থাৎ ধাপে ধাপে সব কিছু স্বাভাবিক করার পথে এগোচ্ছে দেশ। কিন্তু এই সময় করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আরও বেশি সাবধান ও সতর্ক থাকার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ধীরে ধীরে সবকিছু চালু হচ্ছে। এই সময় আরও সাবধান থাকতে হবে। মাস্ক পরা, ২ গজ দূরত্বের বিধি আরও সতর্ক ভাবে মেনে চলতে হবে।’’

লকডাউন শুরুর পর থেকে বহু পরিযায়ী শ্রমিককে হেঁটে বাড়ি ফিরতে দেখা গিয়েছিল। তার পর বাড়ি ফেরায় দেশের বিভিন্ন প্রান্তে ফিরে এসেছিল সেই একই ছবি। মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে রেললাইন ধরে হেঁটে ফেরার সময় রাতে রেললাইনের উপরেই ঘুমিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। রাতে তাঁদের পিষে দেয় ট্রেন। এ ছাড়া হেঁটে ঘরে ফিরতে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। আবার শ্রমিক স্পেশাল চালু হওয়ার পর থেকে বহু মানুষ বাড়ি ফিরছেন। বাসে করেও ফেরানো হচ্ছে শ্রমিকদের। পরিযায়ীদের এই দুর্দশা নিয়েও এ দিন মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকদের দুর্দশা অবর্ণনীয়। তাঁদের জন্য অনেক ব্যবস্থা করেছে সরকার।’’

গত ২০ মে অতি প্রবল ঘূর্ণিঝড় আমপান-এ লন্ডভন্ড হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওড়িশাতেও। সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গ ওড়িশার মানুষ বিপর্যয় কাটিয়ে উঠতে লড়াই করছেন। আমি নিজে ঘুরে দেখেছি। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’’

কৃষিতে সঙ্কট দেখা দিয়েছে পশ্চিম ও মধ্য ভারতের চার-পাঁচটি রাজ্যে। হানা দিয়েছে কোটি কোটি পঙ্গপাল। তাদের হানায় একরের পর একর ফসল নষ্ট হচ্ছে। এই পতঙ্গবাহিনীর হানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী।

যা বললেন প্রধানমন্ত্রী

• আপনাদের সবার সুস্থতা কামনা করি

• তাই হাত ধোয়া, মাস্ক পরা, ২ গজ দূরত্বের বিধি অবশ্যই মেনে চলতে হবে

• করোনা থেকে আমাদের দেশকে বাঁচাতেই হবে

• সেই দিকে লক্ষ রেখে অবশ্যই গাছ লাগান

• সারা বিশ্বের উষ্ণতা বাড়ছে

• এ বছরের থিম বায়ো ডাইভার্সিটি

• সামনেই পরিবেশ দিবস আসছে

• সেই সঙ্কটের সঙ্গেও আমরা যুদ্ধ করব

• পঙ্গপালের হানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করা হবে

• বিভিন্ন রাজ্যে পঙ্গপালের হানা হয়েছে

• এ ছাড়া দেশের অন্যত্রও কৃষিতে সঙ্কট রয়েছে

• মানুষ প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন

• আমি নিজে দুই রাজ্যে ঘুরে দেখেছি

• কিন্তু দুই রাজ্যের মানুষ এই বিপর্যয়ের সঙ্গে লড়াই করছেন

• বহু মানুষ গৃহহীন হয়েছেন, কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে

• পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

• করোনাভাইরাসের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্যোগ চলছে

• যোগ ও আয়ুর্বেদ নিয়ে আগ্রহী অন্যান্য দেশও

• কপালভাতি, অনুলোম-বিলোমের মতো আসন করা উপকারী

• অনেক আসন আছে, যেগুলি করলে শ্বাসকষ্টের সমস্যা অনেক কমে যায়

• সেই সমস্যা কাটাতে যোগাসনের অভ্যাস করলে উপকার হয়

• করোনাভাইরাস সবচেয়ে বেশি আক্রমণ করে শ্বাস-প্রশ্বাসের উপর

• জাতীয় স্তরেও স্থানীয় দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে

• স্থানীয় স্তরে উৎপাদিত জিনিসের চাহিদা বাড়ছে

• এঁদের দুঃখ-দুর্দশা বলে শেষ করা যাবে না

• তাঁদের ঘরে ফেরার ব্যবস্থা করেছে সরকার

• পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক পদক্ষেপ করা হয়েছে

• পঞ্জাবের এক প্রতিবন্ধী ৫০০০ মাস্ক তৈরি করে বিলি করেছেন

• আগরতলার গৌতম দাস রিকশা চালক। তিনি তাঁর উপার্জনের পুরোটাই গরিব লোকজনকে খাওয়ানোর কাজে ব্যয় করছেন

• কিন্তু করোনাভাইরাসের সঙ্কটের সময় তিনি সব টাকাই দান করে দিয়েছেন

• তামিলনাড়ুর সি মোহন যেমন মেয়ের পড়াশোনার জন্য় ৫০০০ টাকা জমিয়েছিলেন

• কিন্তু দেশের মানুষের সেবার মনোভাব আমাকে আশা জাগায়

• আমাদের দেশে বিপুল জনসংখ্যা, বহু দেশের চেয়ে আমাদের জনসংখ্যা আমাদের দেশে বেশি

• মাস্ক পরার ক্ষেত্রে আরও সাবধান হতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে

• ২ গজ দূরত্ব বিধি আরও কড়া ভাবে মেনে চলতে হবে

• এই সময় আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে

• এখন ধীরে ধীরে সব কিছু চালু হচ্ছে, খুলছে

অন্য বিষয়গুলি:

Coronavrius Coronavirus Lockdown COVID-19 Coronavirus in India Narendra Modi Mann Ki Baat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy