Advertisement
২৬ নভেম্বর ২০২৪
Ram Nath Kovind

আকাশসীমায় ঢুকবে না কোবিন্দের বিমান, ভারতের অনুরোধ ফেরাল পাকিস্তান

শনিবার, পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বিবৃতি দিয়ে বলেন, ‘‘ভারতের ব্যবহার দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

রামনাথ কোবিন্দ। ফাইল চিত্র।

রামনাথ কোবিন্দ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২০
Share: Save:

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু, তা নিয়ে প্রতিবেশী পাকিস্তানের উষ্মা যেন কিছুতেই কমছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নয়াদিল্লিকে সৌজন্য দেখাতেও রাজি নয় ইসলামাবাদ। সম্প্রতি আইসল্যান্ড-সহ একাধিক দেশ সফরে যাচ্ছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বিমানকে পাক আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। তা শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে পাকিস্তান।

শনিবার, পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বিবৃতি দিয়ে বলেন, ‘‘ভারতের ব্যবহার দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ পুলওয়ামা হামলার থেকেই তপ্ত হয়ে উঠেছিল ভারত-পাকিস্তান কূটনীতি। তার পর যত সময় গিয়েছে ততই দু’দেশের কূটনৈতিক সম্পর্কের শীতলতা বেড়েছে। সাম্প্রতিক কালে জম্মু-কাশ্মীর নিয়ে দু’দেশের তিক্ততা যেন চরম পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক সম্পর্ক ভিন্ন খাতে বইছে জেনেও, রামনাথ কোবিন্দের সফরে পাক আকাশসীমা ব্যবহারের জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। কিন্তু, তাতে সাড়া দেয়নি ইমরান খান সরকার। বরং, তাঁরা যে তিক্ততা জিইয়ে রাখতেই আগ্রহী তা স্পষ্ট হয়ে গিয়েছে পাক বিদেশমন্ত্রীর বিবৃতিতেই। পাক সংবাদমাধ্যম ডন-এর দাবি, ভারতের এই অনুরোধ খারিজের কারণ হিসাবে জম্মু-কাশ্মীরকেই সামনে রাখছে ইসলামাবাদ।

আগামী ৯ সেপ্টেম্বর নয় দিনের জন্য আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড ও স্লোভেনিয়া সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেই আলোচনায় উঠে আসতে পারে ভারতে পুলওয়ামার মতো সন্ত্রাসবাদী হামলার কথা। সেই বিষয়টিও ইসলামাবাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: চন্দ্রযানের মাত্র ৫ % খোয়া গিয়েছে, কাজ করে যাবে অরবিটার, বলছে ইসরো সূত্র

পুলওয়ামা হামলার পর, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। তার পর থেকে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। গত মার্চে অবশ্য তা আংশিক ভাবে খোলা হয়েছিল। কিন্তু, জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপের পর থেকে বেজায় ক্ষুব্ধ ইমরান সরকার। তার পর থেকে নয়াদিল্লির জন্য বন্ধ রয়েছে সে দেশের আকাশসীমা। সৌজন্যের খাতিরেও সে দরজা খুলতে নারাজ পাকিস্তান।

আরও পড়ুন: জুতো কেনারও টাকা ছিল না, দরিদ্র চাষির ছেলেই আজ ইসরোর চেয়ারম্যান!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy