নির্ভয়া কাণ্ডের দণ্ডিত বিনয় শর্মা। —ফাইল চিত্র
প্রাণভিক্ষার আর্জি খারিজের প্রতিবাদে আমরণ অনশনে বসেছিল। এ বার জেলের মধ্যেই দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আহত করল নির্ভয়া কাণ্ডের দণ্ডিত বিনয় শর্মা। তিহাড় জেল সূত্রে খবর, গত ১৬ ফেব্রুয়ারি রবিবার নিজের সেলের মধ্যেই এই কাণ্ড ঘটায় বিনয়। তবে এক জেল কর্মী তাকে দেখে ফেলেন। তাকে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা হয়।
গত ১৭ ফেব্রুয়ারি নির্ভয়া কাণ্ডে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সেই অনুযায়ী আগামী ৩ মার্চ সকাল ছ’টায় চার জনের ফাঁসি কার্যকর হওয়ার কথা। সেই মৃত্যু পরোয়ানা জারির আগেই নিজেকে আহত করার চেষ্টা করে বলে আজ বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষ জানিয়েছেন।
ঠিক কী ঘটেছিল ওই দিন? জেল সূত্রে খবর, রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা খারিজ করার পর তার প্রতিবাদে জেলের মধ্যেই আমরণ অনশনে বসেছিল বিনয়। ওই দিন জেলের ভিতরে নিজের সেলের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আহত করার চেষ্টা করে। এক জেল কর্মী দেখে ফেলায় তাকে আটকায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেল আধিকারিক বলেন, ‘‘মাথা ঠুকে নিজেকে আহত করার চেষ্টা করায় বিনয় অল্পবিস্তর চোট পেয়েছে।’’
আরও পড়ুন: রেষারেষির জের! কোয়মবত্তূরে যাত্রিবাহী বাসে লরির ধাক্কা, মৃত ১৯
আরও পড়ুন: কোথায় ছিলেন মমতা, খোঁজ রাখতেন তাপসের? তীব্র আক্রমণে বিজেপি-বাম-কংগ্রেস
গত ১৭ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারির দিনই বিনয়ের আইনজীবী আদালতে অভিযোগ করেছিলেন, জেলের মধ্যে তাকে মারধর করা হয়েছে। মাথায় চোট পেয়েছে বিনয়। ফলে মানসিক ভাবে সে সুস্থ নয়। তাই ফাঁসি পিছিয়ে দেওয়া হোক। কিন্তু সেই আর্জি শোনেনি আদালত। তবে ওই দিন জেল কর্তৃপক্ষ আদালতে বিনয়ের দেওয়ালে মাথা ঠোকার বিষয়ে কিছু জানাননি। বৃহস্পতিবার সেই বিষয়টি সামনে এল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy