Advertisement
২৬ নভেম্বর ২০২৪
Mann ki Baat

শিখদের স্তুতি করে কৃষি আইন নিয়ে নীরব রইলেন মোদী

রবিবার ‘মন কি বাত’ চলাকালীন প্রতিবাদ করলেন কৃষকরাও। হরিয়ানার রোহতকে রবিবার কৃষকদের একটি প্রতিবাদসভা আয়োজিত হয়।

ফাইল চিত্র

ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৩:৪৭
Share: Save:

শিখ ধর্মগুরু গুরু গোবিন্দ সিংহের স্ততি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে শিখ সম্প্রদায়ের আত্মত্যাগের কথা বললেনতিনি। কিন্তু কৃষক বিক্ষোভ নিয়ে নীরবই রইলেন। রবিবার তাঁর এই অনুষ্ঠান সম্প্রচারের সময় হরিয়ানার উপকণ্ঠে বিক্ষোভরত কৃষকরা থালা-বাটি বাজিয়ে প্রতিবাদ করলেন।

রবিবার মোদী বললেন, ‘‘গুরু গোবিন্দ সিংহের পরিবারের আত্মত্যাগ মানব সভ্যতার কাছে একটি দৃষ্টান্তস্বরূপ। আমাদের সভ্যতাকে রক্ষা করার কাজ করেছে এই পরিবার।’’

কিন্তু রবিবারের সেই‘মন কি বাত’ অনুষ্ঠানে একবারের জন্যও এল না কৃষকদের প্রসঙ্গ। একদিকে শিখ ধর্মাবলম্বীদের বড় অংশ দিল্লির উপকণ্ঠে সিংঘু সীমান্তে নয়া কৃষি আইন নিয়ে প্রতিবাদ করছেন। সেই ধর্মের গুরুকে শ্রদ্ধা জানালেও মোদী কথা বললেন না প্রতিবাদরত কৃষকদের মূল সমস্যা নিয়ে।

রবিবার ‘মন কি বাত’ চলাকালীন প্রতিবাদ করলেন কৃষকরাও। হরিয়ানার রোহতকে রবিবার কৃষকদের একটি প্রতিবাদসভা আয়োজিত হয়। সেখানে থালা বাজিয়ে প্রতিবাদ করেন হরিয়ানার কৃষকরা।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে উঠে এল ভারতের বনাঞ্চল বৃদ্ধির প্রসঙ্গ, উঠে এল পশুপ্রেম নিয়ে নানা কথাও। রবিবার অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘২০১৪-’১৮ সালের মধ্যে দেশে ৬০ শতাংশ চিতবাঘ (লেপার্ড)-এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতে এখন ৭৯০০ চিতাবাঘ ছিল ২০১৪ সালে। সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে হয়েছে ১২,৮৫২। বিশেষত মধ্যভারতে এই সংখ্যা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।’’ মোদীর কথায় উঠে এসেছে দেশে বাঘের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ। বলেছেন, বাঘ, সিংহের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভারতের বনাঞ্চলের পরিমাণও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: তৃণমূল ভাঙার চেষ্টা বিজেপির, বিরোধীরা মমতার পাশে থাকুন: সেনা

আরও পড়ুন: ৬ মাসে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ, সুস্থতার হার বেড়ে ৯৮.৫১%

অন্য বিষয়গুলি:

Mann ki Baat Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy