Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Mitron App

‘মিত্রোঁ’ তো পাক অ্যাপ! নেট দুনিয়ায় কটাক্ষ

‘মিত্রোঁ’ অ্যাপটি মোবাইল প্ল্যাটফর্মে গত কয়েক দিনে ‘বয়কট চিন’ ডাকের সঙ্গে তাল মিলিয়ে বেশ জনপ্রিয় হয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০২০ ০৪:৪৫
Share: Save:

চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হতেই ‘বয়কট চিন’ স্লোগান দিয়ে সোশ্যাল মিডিয়ায় নেমে পড়েছেন বিজেপি সমর্থকেরা। এই বয়কটের হিড়িকে জনপ্রিয় টিকটক অ্যাপ বয়কটের ডাকও উঠেছে। তাতে সাড়া দিতে যে ‘মিত্রোঁ’ অ্যাপ চালু করেছে ভারত, এ বার তা নিয়েই মুখ পুড়ল ভক্তদের! জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী মোদীর ‘মিত্রোঁ’ সম্বোধন নিয়ে এমনিতেই গত কয়েক বছর ধরে বিস্তর কটাক্ষ-বিদ্রুপ করেন বিরোধীরা। তার মধ্যে অ্যাপটির প্রভূত প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এ দিকে জানা গিয়েছে, বহুল প্রচারিত এই মিত্রোঁ অ্যাপটি আসলে একটি পাকিস্তানি অ্যাপের ভারতীয় সংস্করণ! ফলে বিদ্রুপের মাত্রা বেড়েছে।

‘মিত্রোঁ’ অ্যাপটি মোবাইল প্ল্যাটফর্মে গত কয়েক দিনে ‘বয়কট চিন’ ডাকের সঙ্গে তাল মিলিয়ে বেশ জনপ্রিয় হয়েছে। এই অ্যাপটি এক মাসে ৫০ লক্ষ বার ডাউনলোড হয়েছে। দাবি, অ্যাপটি নাকি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। তৈরি করেছেন আইআইটি রুরকির প্রাক্তনী, কম্পিউটার ইঞ্জিনিয়ার শিবাঙ্ক আগরওয়াল। সম্প্রতি এই ‘মিত্রোঁ অ্যাপ’-এর প্রশংসা করে রবিশঙ্কর বলেছিলেন, ‘‘শিবাঙ্ক অসাধারণ কাজ করেছেন। এই মিত্রোঁ অ্যাপ টিকটক এবং ফেসবুককে যোগ্য জবাব দেবে। করোনা সংক্রমণ কালে এমন একটি আবিষ্কার হল, যা নিঃসন্দেহে সকলকেই আশা জোগাবে।’’

কিন্তু জানা গিয়েছে, এই অ্যাপটি আসলে পাকিস্তানে তৈরি! সে দেশের একটি সংস্থা স্বল্পদৈর্ঘের ভিডিয়ো তৈরির জন্য ‘টিকটিক’ নামে একটি অ্যাপ তৈরি করেছিল। পরে ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার টাকায় অ্যাপটি বিক্রি করে দেয় পাকিস্তানি সংস্থাটি। পরে সেই অ্যাপটিকেই ‘রি-প্যাকেজ’ করে ‘মিত্রোঁ অ্যাপ’ তৈরি হয়েছে। তা ছাড়া এটি নিরাপদ নয় বলেও মত বিশেষজ্ঞদের। তাঁদের বক্তব্য, এই অ্যাপটির মাধ্যমে হ্যাকাররা অতি সহজেই ব্যবহারকারীর যাবতীয় তথ্য পেয়ে যাবেন। অবিলম্বে এটি উড়িয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বহু বিশেষজ্ঞ।

অন্য বিষয়গুলি:

Mitron App TikTok Pakistan India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE