Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন মোদী, তোপ দেবগৌড়ার

কেন জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা (সংবিধানের ৩৭০ নম্বর ধারা) তুলে দেওয়ার জন্য ‘এত ব্যস্ত হয়ে উঠেছেন মোদী’, তা নিয়েও প্রশ্ন তুললেন জেডিএস প্রধান।

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। ছবি- টুইটারের সৌজন্যে

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। ছবি- টুইটারের সৌজন্যে

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ১৮:১০
Share: Save:

ধর্ম দিয়ে দেশকে ভাঙার চেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। বললেন, ‘‘দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছেন উনি। এটা অত্যন্ত বিপজ্জনক।’’ কেন জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা (সংবিধানের ৩৭০ নম্বর ধারা) তুলে দেওয়ার জন্য ‘এত ব্যস্ত হয়ে উঠেছেন মোদী’, তা নিয়েও প্রশ্ন তুললেন জেডিএস প্রধান।

বেঙ্গালুরুতে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া বলেন, ‘‘দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর মতলব ভাঁজছেন মোদী। কেন উনি জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা- সংবিধানের ৩৭০ নম্বর ধারার বিলোপ চাইছেন? আমার প্রশ্ন, কেন উনি ওই অনুচ্ছেদের বিলোপ চাইছেন? আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, তখন করতে দিইনি। ভারতে সংযুক্তির সময়েই কাশ্মীরের তদানীন্তন মহারাজার সঙ্গে সংবিধানে ওই ধারার রাখার ব্যাপারে চুক্তি হয়েছিল। তা হলে এখন কেন তার বিলোপ করতে চাইছেন মোদী?’’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি খুব সম্প্রতি জম্মু-কাশ্মীরের জন্য সংবিধানের ৩৭০ ধারার অবলোপের দাবি জানান।

হাসন লোকসভা আসনে প্রচারে গিয়েছিলেন জেডিএস প্রধান। সেখানে জেডিএস-কংগ্রেস জোটের প্রার্থী দেবগৌড়ারই নাতি প্রাজ্জ্বল রেভান্না। প্রচার সফরের ফাঁকেই দেবগৌড়া এ দিন সাংবাদিকদের কাছে প্রশ্ন তোলেন, ‘‘কাশ্মীরে কি শুধু হিন্দুরাই থাকেন? তা তো নয়। জম্মু-কাশ্মীরে থাকেন বৌদ্ধধর্মাবলম্বীরা। থাকেন মুসলিমরা। আবার হিন্দু ব্রাহ্মণ, পণ্ডিতরাও থাকেন। থাকেন আরও নানা জাতের আরও নানা রকম সম্প্রদায়ের মানুষ। তাঁদের সকলের কথা ভেবেই সংবিধানে ৩৭০ ধারাটি বানানো হয়েছিল। জম্মু-কাশ্মীরের নাগরিকদের দেওয়া হয়েছিল কিছু বিশেষ সুযোগসুবিধা।’’

আরও পড়ুন- নিজের স্ত্রীকে প্রাপ্য অধিকার দিয়েছেন কি? ব্যক্তিগত আক্রমণের মুখে মোদী​

আরও পড়ুন- ২২ লক্ষ শূন্যপদে চাকরি, গরিবদের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের​

দেশের সংবিধানের মূল মন্ত্র যে ধর্মনিরপেক্ষতা, তা মনে করিয়ে দিয়ে দেবগৌড়া সাংবাদিকদেরই প্রশ্ন করেন, ‘‘আমি কি হিন্দু নই? আমি কি মুসলিম? নাকি বৌদ্ধধর্মাবলম্বী? তাই বলে আমি কি চাইব দেশের সংবিধানকে শুধুই হিন্দুদের স্বার্থ দেখার মতো করে বানিয়ে নিতে? কখনওই তা চাইতে পারি না। সব জাতি, সব সম্প্রদায়েরই স্বার্থ দেখতে, তা রক্ষা করে চলতে হবে আমাদের। আমাদের সংবিধানে সে কথাই বলা রয়েছে।’’

ভারতে ধর্মনিরপেক্ষতার ভিত কতটা গভীরে, তা বোঝাতে স্বাধীনতার আগে অবিভক্ত বাংলার নোয়াখালিতে সাম্প্রদায়িক হিংসা রুখতে মহাত্মা গাঁধী কী করেছিলেন, কী বলেছিলেন, তা মনে করিয়ে দেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দেবগৌড়া বলেন, ‘‘গাঁধী আমাদের স্বাধীনতা দিয়েছিলেন। অম্বেডকর একটি ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন করেছিলেন। কিন্তু বিজেপি কি আমাদের কোনও স্বাধীনতা দিচ্ছে? ওরা (বিজেপি) এই সব ভাবতেই পারেন। কিন্তু ওদের সেই চিন্তাভাবনা দেশের ১৩০ কোটি মানুষ মেনে নিচ্ছেন কি না, সেটা বোঝা যাবে এ বারের লোকসভা ভোটে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE