Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lok Sabha Election 2019

আচরণবিধি লঙ্ঘন, কল্যাণ সিংহের বিরুদ্ধে রাষ্ট্রপতির দ্বারস্থ নির্বাচন কমিশন

আলিগড় লোকসভা কেন্দ্রে সতীশ গৌতমের প্রার্থী হওয়া নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব মেটাতে সম্প্রতি সেখানে গিয়েছিলেন কল্যাণ সিংহ। সেই কর্মিসভায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই বিজেপির কার্যকর্তা।’

রাজস্থানের রাজ্যেপাল কল্যাণ সিংহ। ফাইল চিত্র।

রাজস্থানের রাজ্যেপাল কল্যাণ সিংহ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ১৬:৩৫
Share: Save:

নরেন্দ্র মোদীকে জেতানোর আহ্বান জানিয়ে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহ। বিজেপির একটি কর্মিসভায় নিজেকে দলের ‘কার্যকর্তা’ বলেও উল্লেখ করেন কল্যাণ। এ ব্যাপারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অভিযোগ জানানো হবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।

ঠিক কী হয়েছিল?

আলিগড় লোকসভা কেন্দ্রে সতীশ গৌতমের প্রার্থী হওয়া নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব মেটাতে সম্প্রতি সেখানে গিয়েছিলেন কল্যাণ সিংহ। সেই কর্মিসভায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই বিজেপির কার্যকর্তা। বিজেপি জিতুক এটা আমরা সবাই চাই। কেন্দ্রে ফের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চায় সবাই।’

কল্যাণের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়ে কমিশনের কাছে। সে দিন কল্যাণ কী বলেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তা খতিয়ে দেখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশনের কাছে যে রিপোর্টটি জমা দেন, তাতে দেখা যায় ঘটনার দিন কল্যাণ নিজেকে ‘বিজেপির এক জন কার্যকর্তা’ বলেছিলেন।

আরও পড়ুন: ২২ লক্ষ শূন্যপদে চাকরি, গরিবদের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এর পরই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। তাদের অভিযোগ, এ ধরনের মন্তব্য করে রাজ্যপাল পদের মর্যাদাহানি করেছেন কল্যাণ। যে হেতু এক জন রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, তাই বিষয়টি তাঁকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কল্যাণের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে তা রাষ্ট্রপতির উপরই ছেড়ে দেওয়া হয়েছে বলে কমিশনের এক সূত্রের খবর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE