Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Coronavirus in India

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৪১৫

সুস্থ হয়ে ওঠার সংখ্যাও প্রতি দিনই বাড়ছে। এখনও পর্যন্ত ৩৩ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০২০ ১০:৩৩
Share: Save:

সোমবার দেশে করোনা সংক্রমণ বড়সড় লাফ দিয়েছিল। ওই দিন সকাল পর্যন্ত (২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী) সারা দেশে চার হাজার ২১৩ জন সংক্রমণের শিকার হয়েছিলেন, যা এখনও পর্যন্ত রেকর্ড। সেই তুলনায় কম হলেও, মঙ্গলবার ফের একটা লাফ দিল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৬০৪ জন আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে আক্রান্তের সংখ্যা এখন ৭০ হাজার ৭৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জনের মৃত্যু হয়েছে। ফলে গোটা দেশে মৃতের সংখ্যা এখন দু’হাজার ২৯৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই কো-মর্বিডিটি ছিল। সুস্থ হয়ে ওঠার সংখ্যাও প্রতি দিনই বাড়ছে। এখনও পর্যন্ত ২২ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ দ্রুত হারে বা়ডছে। সোমবার (সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে) মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ছিল ২২ হাজার ১৭১ জন। এ দিন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০১। মৃত্যু হয়েছে ৮৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৭৮৬ জন। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা এখন আট হাজার ৫৪১ জন। মৃত্যু হয়েছে ৫১৩ জনের। তৃতীয় স্থানে দিল্লিকে সরিয়ে উঠে এসেছে তামিলনাড়ু। সেখানে সংক্রমিত হয়েছেন আট হাজার দু’জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। দিল্লিতে করোনায় আক্রান্ত সাত হাজার ২৩৩ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের।

আরও পড়ুন: ১৮ মে থেকে আরও কিছু ছাড়, আর এক দফা লকডাউনের ইঙ্গিত মোদীর​

এ ছাড়া রাজস্থান (৩,৯৮৮), মধ্যপ্রদেশ (৩,৭৮৫), উত্তরপ্রদেশ (৩,৫৭৩) অন্ধ্রপ্রদেশ (২,০১৮), পঞ্জাব (১,৮৭৭)-এও সংক্রমণ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত দু’হাজার ৬৩ জন। মৃত্যু হয়েছে ১৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৯৯ জন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭৪। শুধুমাত্র করোনার কারণে মৃত্যু হয়েছে ১১৮ জনের। আরও ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে।

আরও পড়ুন: ১৭ মে-র পর কোভিড নিয়ন্ত্রণে রাজ্যকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দাবি মমতার​

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India Coronavirus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy