Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Coronavirus

৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন, নতুন ছাড়-কড়াকড়ি নিয়ে নির্দেশিকা কাল: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান বিচার করলে অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতের পরিস্থিতি এখনও ভাল, বললেন প্রধানমন্ত্রী।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১২:৪১
Share: Save:

আরও ১৯ দিন বাড়ল লকডাউনের মেয়াদ। ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, ৩ মে পর্যন্ত লকডাউন চলবে। তবে করোনার প্রভাবমুক্ত এলাকায় কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত রয়েছে। সম্ভাবনা রয়েছে কৃষি, নির্মাণ, ছোট শিল্পের মতো ক্ষেত্রেও ছাড়ের সম্ভাবনা। যদিও করোনার হটস্পটগুলিতে আরও কঠোর ভাবে লকডাউনের নিয়ম কার্যকরী হতে পারে। শর্তাধীন যাতায়াতের কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথায়। কোথায় কতটা ছাড়, বা কোথায় আরও কড়াকড়ি জারি হবে, সেই পুরো বিষয় নিয়ে আগামিকাল মঙ্গলবারই নির্দেশিকা জারি করবে কেন্দ্র, জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সাতটি গাইডলাইনের কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লকডাউনের কী সুফল মিলেছে, সেটা দিয়েই মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে লকডাউনের নিয়মকানুন মেনে চলার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘দেশে সারা বছরই উৎসব চলে। যেমন আজ (মঙ্গলবার) পয়লা বৈশাখ। কিন্তু তবু সংযমের মধ্যে দিয়ে উৎসব অনুষ্ঠান পালন করেছেন সাধারণ মানুষ। অনেকেই ঘর পরিবার ছেড়ে দূরে রয়েছেন। লকডাউনের সময় আপনারা অনেক কষ্ট করেছেন। আপনারা দেশের স্বার্থে একজন সৈনিকের মতো কাজ করেছেন। আপনাদের ত্যাগের জেরে ক্ষয়ক্ষতি অনেকটাই সামলানো গিয়েছে।’’

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান বিচার করলে অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতের পরিস্থিতি এখনও অনেকটাই ভাল। সেই দিকটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত যে পথে হেঁটেছে, তা সারা বিশ্বের মানুষ চর্চা করছে। রাজ্য সরকারগুলিও অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছে। ২৪ ঘণ্টা নিরন্তর কাজ করে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গিয়েছে।’’ তিনি বলেন, ‘‘করোনাভাইরাসের ভয়াবহ চরিত্র দেখেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে রুখে দেওয়ার চেষ্টা হয়েছিল। বিমানবন্দরে স্ক্রিনিং শুরু হয়েছিল, বিদেশ থেকে এলে কোয়রান্টিনের বন্দোবস্ত করা হয়েছিল। তার পর আন্তর্জাতিক উড়ান বন্ধ এবং সব শেষে লকডাউনের ঘোষণা করা হয়েছিল। তার সুফল আজ পাওয়া যাচ্ছে। দুনিয়ার বড় বড় দেশের সঙ্গে পরিসংখ্যানের তুলনা করলে ভারত অনেক ভাল অবস্থানে রয়েছে। কিছু দিন আগে পর্যন্ত যে সব দেশের সঙ্গে ভারত একাসনে ছিল, সেই সব দেশে এখন আক্রান্ত-মৃতের সংখ্যা অনেক বেশি।’’

আরও পড়ুন: হটস্পটভিত্তিক নিয়ন্ত্রণ-ছাড়ের ভাবনা, ইঙ্গিত প্রধানমন্ত্রীর বার্তায়

কিন্তু সেটাই যথেষ্ট নয়, যত দিন না করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে, ততদিন লকডাউনের প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী। সেই কারণেই ঘোষণা করেছেন, ‘‘আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। ৩ মে পর্যন্ত আপনারা সবাই ঘরে থাকুন। লকডাউনের নিয়ম কঠোর ভাবে মেনে চলুন।’’ তবে কিছু ক্ষেত্রে এবং করোনার প্রভাবমুক্ত এলাকায় লকডাউনের নিয়ম কিছুটা শিথিল করা হতে পারে। আবার করোনার হটস্পটগুলিতে আরও কঠোর হতে পারে নিয়ম। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোথায়, কোন ক্ষেত্রে ছাড় বা আরও কড়া নিয়মকানুন চালু হবে, তা নিয়ে আগামিকাল বুধবার গাইডলাইন জারি করবে কেন্দ্র।

লকডাউনে শিল্পের গতি থমকে গিয়েছে। কৃষকরা ফসল ঘরে তুলতে পারছেন না। দিনমজুর, শ্রমিক ঘরে বসে রয়েছেন। রোজগার শূন্য। অর্থনীতির গতি নিম্নমুখী, ক্রমেই তলানিতে পৌঁছে যাচ্ছে। এই পরিস্থিতিতে পুরোপুরি লকডাউন করে রাখলে আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। তাই কৃষি ও কিছু শিল্পক্ষেত্রে ছাড়ের ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর কথায়। প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘এই সময় রবিশস্য কাটার মরশুম চলছে। মাঠের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা। ফলে কৃষকদের যতটা সম্ভব ছাড় দেওয়ার চেষ্টা চলছে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে।’’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পক্ষেত্রকে অনেকটাই ছাড়ের আওতায় নিয়ে আসা হতে পারে।

ঘরের মধ্যেও মাস্ক পরে টিভিতে প্রধানমন্ত্রীর ভাষণ শুনছেন এক ব্যক্তি। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

আরও পড়ুন: দেশে ১০ হাজার ছাড়াল করোনা আক্রান্ত, ২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ১২০০

২৪ মার্চ লকডাউন ঘোষণার জেরে রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন বহু দিনমজুর, শ্রমিক। পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘যাঁরা প্রতিদিন রোজগার করেন এবং সেই টাকায় সংসার চালান, তাঁদের জন্যই সবচেয়ে বেশি চিন্তা। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন গাইডলাইন তৈরি হয়েছে।’’ অর্থাৎ এই ক্ষেত্রেও কিছুটা ছাড় মিলতে পারে বলে ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর কথায়। এ ক্ষেত্রে নির্মাণ শিল্পের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নির্মাণ শিল্পের ক্ষেত্রে শ্রমিকদের কর্মস্থলে রেখেই কাজ করা যেতে পারে। তবে সেখানেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’’ ফলে শ্রমিক-দিনমজুরদের কথা মাথায় রেখে আগামিকালের ঘোষণায় থাকতে পারে বেশ কিছু ছাড়। প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে শর্তাধীন যাতায়াতের কথাও। তবে সেটা ২০ এপ্রিলের পর থেকে শুরু হতে পারে বলে ইঙ্গিত।

তার অর্থ অবশ্য এই নয় যে, সব এলাকাতেই এই ছাড় থাকবে। প্রধানমন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছে, এলাকাভিত্তিক বা করোনার ‘হটস্পট’ভিত্তিক আলাদা গাইডলাইনের কথা। তিনি বলেন, ‘‘করোনার হটস্পটগুলিতে বাইরে বেরনোর উপর কড়া নিয়ন্ত্রণ থাকবে। হটস্পটগুলিকে নির্ধারিত করে আগের থেকেও আরও কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই সঙ্গেই কড়া নজর রাখতে হবে, যাতে নতুন নতুন হটস্পট তৈরি না হয়। তাই যে সব জায়গা হটস্পটে পরিণত হতে পারে, সেগুলির উপর কড়া নজরদারি রাখতে হবে। কারণ নতুন হটস্পট তৈরি হলে আমাদের দায়িত্ব ও পরীক্ষা আরও বেড়ে যাবে।’’

দেখুন প্রধানমন্ত্রীর পুরো ভাষণ:

লকডাউনের জেরে খাদ্যসঙ্কট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। টান পড়ছে অত্যাবশ্যকীয় পণ্যের। ফলে দাম বাড়ছে। এমন অভিযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তবে প্রধানমন্ত্রী আস্বস্ত করে বলেছেন, ‘‘দেশে ওষুধ, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। এ ছাড়া কোভিড-১৯ এর মোকাবিলায় দেশে ৬০০ হাসপাতাল তৈরি রয়েছে। সেই সংখ্যা আরও বাড়বে।’’

সব শেষে সাতটি উপদেশ বা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর নাম দিয়েছেন ‘সাত-সাথ’। তিনি বলেন, এই সাতটি পরামর্শে আপনাদের সঙ্গে চাই।’’ তার মধ্যে রয়েছে বাড়ির প্রবীণ সদস্যদের প্রতি বিশেষ নজর দেওয়া, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সম্মান করার মতো আহ্বান।

সব মিলিয়ে এটা বলাই যায় যে আগামিকালের নির্দেশিকায় গত ২১ দিনের মতো লকডাউনের প্রথাগত পদ্ধতি থেকে অনেকটাই সরে আসতে চলেছে কেন্দ্র। এক দিকে সংক্রমিত এলাকায় আরও কঠোর নিয়ন্ত্রণ এবং সংক্রমণ-মুক্ত এলাকায় কড়াকড়ি কিছুটা শিথিল করে স্তব্ধ অর্থনীতির গতিকে কিছুটা হলেও সচল করার চেষ্টা করা। অন্য দিকে, লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারাচ্ছেন। সেই দিক মাথায় রেখেই প্রধানমন্ত্রী শিল্পমহলকে আহ্বান জানিয়েছেন, এই সঙ্কটের মুহূর্তে কাউকে চাকরি থেকে বরখাস্ত না করতে। তবে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ ট্রেন-বাস বা বিমান পরিবহণ এখনই চালু হওয়ার মতো কোনও ইঙ্গিত মেলেনি প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণে।

অন্য বিষয়গুলি:

Covid-19 Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy