Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Isolation Ward

আইসোলেশন কোচ গড়তে দেরি পূর্ব রেলে

দেশের ১৩৩টি ওয়ার্কশপে এই কাজ হবে যুদ্ধকালীন তৎপরতায়। এই কাজে কোচ-পিছু প্রায় দু’লক্ষ টাকা খরচ হচ্ছে।

রেলের কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার হচ্ছে।—ছবি এএফপি।

রেলের কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার হচ্ছে।—ছবি এএফপি।

ফিরোজ ইসলাম
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ০৫:১৫
Share: Save:

করোনা সংক্রমণের মোকাবিলায় সারা দেশে প্রথম পর্বে বিভিন্ন ট্রেনের পাঁচ হাজার কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিবর্তিত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল রেল। আজ, শুক্রবারের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে বলেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। দিন দুই আগে ভিডিয়ো-বৈঠকে রেলের সব জ়োন এবং ওয়ার্কশপকে এই নির্দেশ দেন তিনি। তবে একমাত্র পূর্ব রেল ওই কাজে কিছুটা পিছিয়ে রয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ওই কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন। পূর্ব রেলে আপাতত ৩৩৮টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার কথা।

রেল সূত্রের খবর, করোনা সংক্রমণ এবং লকডাউনের জন্য গত অর্থবর্ষে রেলের আয় কমেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। আয়-ঘাটতির মধ্যেই সারা দেশে করোনা পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে তারা। এই অবস্থায় রেলকে কিছুটা সুরাহা দিতে জাতীয় করোনা মোকাবিলা তহবিল থেকে ৯৫০ কোটি টাকা দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি আরও ব্যাপক আকার নিলে প্রয়োজনে ২০ হাজার কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার পরিকল্পনা আছে। দেশের ১৩৩টি ওয়ার্কশপে এই কাজ হবে যুদ্ধকালীন তৎপরতায়। এই কাজে কোচ-পিছু প্রায় দু’লক্ষ টাকা খরচ হচ্ছে।

এর পাশাপাশি খুব তাড়াতাড়ি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা বর্মবস্ত্র তৈরির কাজও শুরু করছে রেল। দেশ জুড়ে ওই কাজ করার জন্য উত্তর রেলের যে-ওয়ার্কশপ বর্মবস্ত্রের ‘প্রোটোটাইপ’ বা প্রতিরূপ তৈরি করেছে, তাদের বলা হয়েছে, সেই নির্মাণ প্রক্রিয়ার প্রযুক্তি ও উপকরণের বিষয়টি দ্রুত অন্য সব ওয়ার্কশপকে জানানো হোক। পুরো প্রক্রিয়া ভিডিয়ো রেকর্ডিং করে সংশ্লিষ্ট সব জ়োনে পাঠাতে বলা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে রেল আংশিক ভাবে ট্রেন চলাচল শুরু করতে পারে। সে-ক্ষেত্রে কত তাড়াতাড়ি কোচের জোগান দেওয়া যাবে, সেই বিষয়ে সংশয় আছে। করোনা পরিস্থিতি আরও জটিল হলে ট্রেন চালানোর দিনক্ষণ পিছিয়ে যেতে পারে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Isolation Ward Indian Railways Coronavirus in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE