দূরত্ব রেখে ত্রাণ গ্রহণ। ছবি: টুইটার থেকে নেওয়া।
গৃহস্থের রান্নাঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিসে যাতে টান না পড়ে, আবার সামাজিক দূরত্বও যাতে বজায় থাকে, দু’টি বিষয়কে মাথার রেখে এক সহজ ও সম্মানজনক ব্যবস্থা দেখা গেল মণিপুরে। এক আইএএস অফিসার এমনই এক ভিডিয়ো পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, ত্রাণ নিতে আসা মানুষজন বিনামূল্যে কিছু নিতে দ্বিধা বোধ করছেন না। আবার ভাঙছেও না করোনা-যুদ্ধের নিয়মও।
তামিলনাড়ুর এক আইএএস অফিসার সু্প্রিয়া সাহু তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, কয়েক ফুট দূরত্বে কিছু টেবিল রাখা হয়েছে। সেখানে রাখা হয়েছে ফুলকপি, বাঁধাকপির মতো সবজি। একটি টেবিলে রাখা আছে রান্নার তেলের বোতলও। এমনকি, কিছু প্যাকেটজাত দ্রব্যও রাখা আছে বিভিন্ন টেবিলে।
সুপ্রিয়ার পোস্ট করা ৪৪ সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক এক করে মহিলা পুরুষ এক একটি টেবিলের সামনে যাচ্ছেন, আর একটি করে ফুলকপি, বাঁধাকপি, রান্নার তেলের বোতল বা অন্যান্য সামগ্রী নিয়ে যাচ্ছেন। এক জনের নেওয়া হয়ে গেলে, পিছনের জন এসে আবার একই ভাবে নিয়ে যাচ্ছেন। ফেরার সময় টেবিল থেকে দূরত্ব রেখে ফিরে যাচ্ছেন।
আরও পড়ুন: লকডাউন ভেঙে পোরশা নিয়ে রাস্তায়, সবার সামনে কান ধরে ওঠবস যুবকের
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি টেবিলের সামনে একজন স্বেচ্ছাসেবক বা সরকারি কর্মী দাঁড়িয়ে রয়েছেন। যখনই কেউ তাঁদের টেবিলের সামনে এসে কিছু নিচ্ছেন, স্বেচ্ছাসেবকরা তাঁদের নমস্কার করছেন, যেন তাঁরা এই ত্রাণ গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন। যাঁরা ত্রাণ নিচ্ছেন তাঁরাও কেউ কেউ মাথা ঝুঁকিয়ে প্রতিনমস্কার জানাচ্ছেন। ত্রাণকে 'দান' হিসেবে মনে করার কোনও অবকাশই থাকছে না।
আরও পড়ুন: করোনা আক্রান্ত মায়ের সঙ্গে ভিডিয়ো কলে দেখা ৬ দিনের শিশুর
ভিডিয়োটি পোস্ট করে সুপ্রিয়া লিখেছেন, অনেক কিছু শেখার আছে এই পদ্ধতি থেকে। সব জায়গায় এই পদ্ধতি চালু করলে ভাল হয় বলেও মত প্রকাশ করেছেন তিনি। তাঁর এই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
দেখুন সেই ভিডিয়ো:
Look at the wonderful way relief material is being distributed in Manipur. Dignity and respect for everyone in the entire process. So much to learn from this beautiful State in India. All DCs/District Collectors should emulate this 👍🙏#Covid19India #lockdown #CoronavirusIndia pic.twitter.com/Cl7V9tGXAV
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 25, 2020
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy