ভেঙে পড়ল বিমান। ছবি: টুইটার।
মুম্বইয়ের জনবহুল এলাকায় ভর দুপুরে ভেঙে পড়ল চার্টার্ড বিমান। ঘাটকোপারের সর্বোদয় এলাকায় এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
অবতরণের সামান্য আগে বিমানটি নির্মীয়মাণ একটি বাড়ির কাছে আছড়ে পড়ায় তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে তার আগেই ভেঙে পড়া বিমানের আগুনে রাস্তায় উপরেই জীবন্ত দ্ধগ্ধ হয়ে মারা গিয়েছেন এক ব্যক্তি। ২০১৪ সালে বিমানটি মুম্বইয়ের ইউ ওয়াই অ্যাভিয়েশন নামের একটি সংস্থার কাছে উত্তরপ্রদেশ সরকার বিক্রি করেছিল বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার সময় বিমানটিতে দুই পাইলট ছাড়াও ছিলেন দু’জন ইঞ্জিনিয়র। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
Watch: Chartered plane crashes in an under construction building in Mumbai’s Ghatkopar area. pic.twitter.com/r1fNr9KTGa
— The Bridge Chronicle (@TBChronicle) June 28, 2018
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy