Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Bipin Rawat

ভারত মহাসাগরে মোতায়েন ১২০ যুদ্ধজাহাজ, জানালেন জেনারেল রাওয়ত

জেনারেল রাওয়তের বক্তৃতায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিককালে চিনের প্রভাব বৃদ্ধির প্রসঙ্গও এসেছে।

জেনারেল বিপিন রাওয়ত— ফাইল চিত্র।

জেনারেল বিপিন রাওয়ত— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ২০:১৫
Share: Save:

ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের ১২০-টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। শুক্রবার এমনই দাবি করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত।

‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আধিপত্যের প্রতিযোগীতা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি জানান, বিভিন্ন উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ এই আন্তজার্তিক জলপথে এতগুলি রণতরী অবস্থান নিয়েছে। এর অন্যতম কারণ নৌবাণিজ্যের সুরক্ষা।

জেনারেল রাওয়ত বলেন, ‘‘এই অঞ্চলের অধিকাংশ দেশই আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য উন্নত নৌ যোগাযোগ পরিকাঠামো গড়ে তুলতে সক্রিয়। সেই উদ্দেশ্য এই অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে ওই বাড়তি শক্তি সন্নিবেশ করেছে আঞ্চলিক শক্তিগুলি।’’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উড়ানের তথ্য প্রকাশে স্থগিতাদেশ আদালতের

জেনারেল রাওয়তের বক্তৃতায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিককালে চিনের প্রভাব বৃদ্ধির প্রসঙ্গও এসেছে। সেই সঙ্গে জানিয়েছেন, সামরিক শক্তিপ্রদর্শনের প্রতিযোগিতার জেরে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। চিনের নাম না করে তাঁর মন্তব্য, ‘‘এই আবহে আঞ্চলিক শক্তিগুলির সামরিক সমন্বয় বাড়ানো প্রয়োজন।’’

আরও পড়ুন: নড্ডার কনভয়ে হামলা: দিল্লির ডাকে ‘অব্যাহতির অনুরোধ’ মুখ্যসচিব, ডিজি-র

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE